সুস্থতার জন্য টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন পরেশ রাওয়াল

সুস্থতার জন্য টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন পরেশ রাওয়াল

বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। পর্দায় যেমন হাসির ফোয়ারা ফোটান, তেমনি ব্যক্তিজীবনেও বেশ আলোচিত। এর আগেও বিতর্কিত মন্তব্যের জন্য বেশ সমালোচিত হয়েছেন এ বর্ষীয়ান অভিনেতা। হাঁটুর ব্যথা সারাতে টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছিলেন তিনি।

সুস্থতার জন্য টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন পরেশ রাওয়ালসুস্থতার জন্য টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন পরেশ রাওয়াল

যে বক্তব্য ভাইরাল হয়ে যায়। সমালোচনার মুখেও পড়েন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে আসে সেই প্রসঙ্গ। যেখানে সমালোচকদের এক হাত নিলেন পরেশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ বলেন, ‘আমি ওদের প্রস্রাব পান করতে দেইনি, তাই না? আমি তাদের দেইনি বলে তারা ক্ষুব্ধ? ওরা মনে করে যে আমি একা পান করেছি এবং ওদের এটি দিইনি।’

পরেশ রাওয়াল সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের সমালোচনা করে বলেন, ‘এটি আমার জীবনের একটি ঘটনা যা ৪০ বছর আগে ঘটেছিল। তাতে কী হয়েছে? মানুষ তিলকে তাল করতে ভালোবাসে। ওদের মজা করতে দিন’।

এর আগে, ‘দ্য লালানটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেছিলেন, রাজকুমার সন্তোষীর ‘ঘাতক’ সিনেমার শুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক চোট পান তিনি।

তড়িঘড়ি করে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে যান। সঙ্গে ছিলেন তিন্নু আনন্দ এবং ড্যানি ডেনজংপা। চিকিৎসকরা জানিয়ে দেন, চোট সারতে কমপক্ষে দুই থেকে আড়াই মাস লাগবে। ইতিমধ্যে হাসপাতালে একদিন অজয় দেবগনের বাবা দেখতে আসেন।

দিনের প্রথম প্রস্রাব পানের পরামর্শ দেন। তাতেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও জানান। তবে যেদিন প্রথম প্রস্রাব পান করবেন তার আগের রাতে মদ্যপান, ধূমপান এমনকি খাসির মাংসও খাওয়া যাবে না।

পরামর্শ শুনে নিজেরও নাকি গা ঘিনঘিন করছিল অভিনেতার। পরে যদিও সেরে ওঠার জন্য পরামর্শ মানবেন বলে মনঃস্থির করেন। সেইমতো টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল। তারপর এক্স-রে রিপোর্ট দেখে তাজ্জব চিকিৎসকরা।

তারা দেখেন, দ্রুত সারছে চোট। যে চোট সারতে দুই থেকে আড়াই মাস লাগার কথা, সেখানে মাত্র দেড় মাসেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন অভিনেতা। আর সেই গল্প প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার মুখে পড়েন পরেশ রাওয়াল

Scroll to Top