অবশেষে মাইলস্টোন কলেজ এলাকা ত্যাগ করলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব – DesheBideshe

অবশেষে মাইলস্টোন কলেজ এলাকা ত্যাগ করলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব – DesheBideshe

অবশেষে মাইলস্টোন কলেজ এলাকা ত্যাগ করলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব – DesheBideshe

ঢাকা, ২২ জুলাই – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে অবরুদ্ধ থাকা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রেস সচিব শফিকুল আলম এবং একজন সহকারী প্রেস সচিব অবশেষে সন্ধ্যায় কলেজ এলাকা ত্যাগ করেন।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তারা সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কলেজ ভবন থেকে বের হয়ে গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। এ সময় কেউ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে শতাধিক পুলিশ সদস্য কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে উপদেষ্টারা বিকেল সাড়ে ৪টার দিকে আবারও কলেজ ভবনের ভেতরে ফিরে যেতে বাধ্য হন।

শিক্ষার্থীরা এ সময় ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’—এই ধরনের স্লোগান ও ব্যানার নিয়ে কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল কলেজ চত্বরে জানান, ‘শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে।’তবে শিক্ষার্থীরা এ ঘোষণায় সন্তুষ্ট হননি। উল্টো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও, পুরো পরিবেশ স্বাভাবিক হয়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২২ জুলাই ২০২৫



Scroll to Top