রাজধানীর শেওড়াপাড়ায় নূর জাহান গার্ডেন নামের বহুতল আবাসিক ভবনের আগুন নিভেছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে শামীম সরণির ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে চারতলা ভবনের চতুর্থ তলা পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভবনটির বাসিন্দা কিশোর জাওয়াদ ওমর প্রথম আলোকে বলে, ‘পাশের মাঠে খেলার সময় আমি আগুন দেখতে পাই। এরপর বাসায় এসে মা-বাবাকে নিয়ে নিরাপদে নিচে নামি। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোফা ও কিছু জিনিসপত্র পুড়েছে৷’