বিমান বিধ্বস্তে নিভে গেল ছোট্ট সায়মার ডাক্তার হওয়ার স্বপ্ন | চ্যানেল আই অনলাইন

বিমান বিধ্বস্তে নিভে গেল ছোট্ট সায়মার ডাক্তার হওয়ার স্বপ্ন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের মাতম। অধিক শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণস্বরে কাতরাচ্ছে মা রিনা বেগম।

নিহত শিশু শিক্ষার্থী হলো গাজীপুরের সিটি কর্পোরেশনের বিপ্লবর্তা গ্রামের শাহ আলমের মেয়ে সায়মা আক্তার (৯)। তার একমাত্র বড়ভাই সাব্বির হোসেন এবার মাইলস্টোন স্কুল থেকেই এসএসসি পাশ করেছে।

নিহত সায়মার করব খোঁড়া হয়েছে বাড়ির আঙিনাতেই। সকাল ১১ টায় জানাজা নামাজ শেষে মরদেহ রাখা হয়েছে বাড়ির উঠোনে। বড় ভাই সাব্বিরের বোন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। বাবা দূর কবরস্থানের সামনে দাঁড়িয়ে রয়েছে।

সায়মার মা রিনা বেগম বলেন, ছোট্ট সায়েমার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে। মানুষের সেবা করবে কিন্তু এক বিভীষিকাময় দুর্ঘটনায় থেমে গেল সেই স্বপ্নপথ।

Scroll to Top