ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে সোমবার দুপুরে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্মরণে মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
আহত শিক্ষার্থীদের স্বজনরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ করছেন, সেখানে কান্নার রোল আর উদ্বেগের দৃশ্য দেখা গেছে। তবে হাসপাতাল থেকে বাসায় ঔষধ আনা-নেয়া এবং যাতায়াতে সমস্যায় পড়ছেন অনেক স্বজন। এই সংকটের মধ্যে মানবিক উদ্যোগ নিয়েছেন নাট্যকার ও গণমাধ্যমকর্মী অপূর্ণ রুবেল।
মঙ্গলবার দুপুর থেকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশের জাতীয় বার্ন ইউনিটের সামনে থেকে ফ্রি বাইক সার্ভিস শুরু করেছেন। আহত শিক্ষার্থীদের স্বজনদের জন্য যাতায়াত সহজ করতে তার এই উদ্যোগ বলে জানান।
অপূর্ণ রুবেল চ্যানেল আই অনলাইনকে বলেন, “মানবিক দিক থেকে এই উদ্যোগ নিয়েছি। এমন ক্রাইসিস মুহূর্তে সবার নিজের জায়গা থেকে এগিয়ে আসা উচিত। মানুষের পাশে দাঁড়ানোর সময় এটা এখনই। আমার সামর্থ যতটুকু, চেষ্টা করছি প্রয়োজনে পাশে থাকার।”
তিনি আরও জানান, “আহতদের স্বজনরা জরুরি যাতায়াত করতে অনেক সমস্যায় পড়ছেন। রিকশা ও সিএনজির ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি নিজেই আমার বাইকে এখানে এসে কয়েকজনকে নিয়ে যাতায়াত করেছি। বেশিরভাগ সময় বার্ন ইউনিট থেকে শাহবাগের ফার্মেসিতে ঔষধ আনতে যাচ্ছেন, তাই সেখানে যাওয়া সুবিধাজনক।”
অপূর্ণ রুবেল দীর্ঘদিন ধরে নাট্যকার হিসেবে কাজ করছেন। তার রচিত নাটকের মধ্যে রয়েছে ‘আগুন’, ‘সাবলেট’, ‘প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা’, ‘রঞ্জনা আমি আবার আসবো’, ‘সাক্ষী’, ‘বেস্ট ফ্রেন্ড ৩’, ‘আশা বেঁধে রাখি’ এবং ‘চিহ্ন’সহ আরও বহু জনপ্রিয় নাটক। তিনি গণমাধ্যমেও কাজ করেছেন দৈনিক প্রথম আলো, বিবিসি বাংলা, বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক বাংলা ও কালের কণ্ঠের মতো প্রতিষ্ঠানে।
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী।