SSC New Recruitment: চাকরিহারা যোগ্য শিক্ষকদের থেকে বিপুল পরিমাণে নতুুন করে আবেদন, কত সংখ্যা জানাল এসএসসি

SSC New Recruitment: চাকরিহারা যোগ্য শিক্ষকদের থেকে বিপুল পরিমাণে নতুুন করে আবেদন, কত সংখ্যা জানাল এসএসসি

Last Updated:

SSC New Recruitment: চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে ১৩ হাজার ৭০০ জন যোগ্য শিক্ষক আবেদন করলেন এসএসসি নিয়োগের জন্য।

SSC তে আবেদন চাকরি যাওয়া চাকরিপ্রার্থীদের SSC New Recruitment: চাকরিহারা যোগ্য শিক্ষকদের থেকে বিপুল পরিমাণে নতুুন করে আবেদন, কত সংখ্যা জানাল এসএসসি
SSC তে আবেদন চাকরি যাওয়া চাকরিপ্রার্থীদের

কলকাতা: চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে ১৩ হাজার ৭০০ জন যোগ্য শিক্ষক আবেদন করলেন এসএসসি নিয়োগের জন্য। নবম- দশম ও একাদশ – দ্বাদশের নিয়োগের আবেদন প্রক্রিয়া গতকাল রাত ১১:৫৯ মিনিটে শেষ হয়।তাতেই দেখা গেল টাকা জমা করে গতকাল রাত পর্যন্ত চাকরি যাওয়া যোগ্য শিক্ষকদের মধ্যে এই সংখ্যক যোগ্য চাকরিহারা প্রার্থী আবেদন করেছেন বলেই এসএসসি সূত্র খবর।

২০১৬ র নিয়োগের আবেদনের তুলনায় এবারের আবেদন বাড়ল ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি। নবম- দশম ও একাদশ- দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রায় মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী আবেদন করলেন।

২০১৬ র নিয়োগে নবম -দশম ও একাদশ- দ্বাদশের জন্য এই আবেদনের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন লক্ষ। এরমধ্যে এবারের নিয়োগের জন্য নবম দশম স্তরে প্রায় ৩ লক্ষ ২৯ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।

একাদশ- দ্বাদশের জন্য আবেদন করেছেন প্রায় ২ লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী। ৭ ও ১৪ই সেপ্টেম্বর লিখিত পরীক্ষার অনুমতি চেয়ে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়েছে এসএসসি। সবুজ সংকেত এলেই লিখিত পরীক্ষার দিন ঘোষণা করবে এসএসসি। Somraj Bandopadhay

বাংলা খবর/ খবর/কলকাতা/

SSC New Recruitment: চাকরিহারা যোগ্য শিক্ষকদের থেকে বিপুল পরিমাণে নতুুন করে আবেদন, কত সংখ্যা জানাল এসএসসি

Scroll to Top