গোয়েন্দা পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হলেন এক যুবক – DesheBideshe

গোয়েন্দা পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হলেন এক যুবক – DesheBideshe

গোয়েন্দা পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হলেন এক যুবক – DesheBideshe

লালমনিরহাট, ২১ জুলাই – লালমনিরহাটের মোগলহাট এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ধাওয়ায় পালানোর সময় ধরলা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। রোববার (২০ জুলাই) সকালে মোগলহাট ইউনিয়নের ছয়মাথা ধরলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম শ্রী শান্ত কুমার (২০)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের মিলন কুমারের ছেলে। অপর যুবক কমল চন্দ্র বিশ্বাস (২৮) ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।

স্থানীয় ও পুলিশ জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে মোটরসাইকেলের ভেতরে গাঁজা নিয়ে লালমনিরহাটে আসছিলেন শান্ত কুমার ও কমল চন্দ্র বিশ্বাস। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ডিবি পুলিশের একটি টিম তাদের ধাওয়া করে। এসময় দুজন মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। কমল চন্দ্র বিশ্বাসকে আটক করা গেলেও শান্ত কুমার ধরলা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

নিখোঁজের পরপরই ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে রোববার বিকেল পর্যন্ত তার খোঁজ মেলেনি।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাদ আহম্মেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদক বহনের সময় দুই যুবককে আটকানোর চেষ্টা করি। তাদের বিরুদ্ধে লালমনিরহাটে একাধিক মাদক মামলা রয়েছে। ধৃত কমল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। শান্ত কুমার নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। উদ্ধারে কাজ চলছে।

এদিকে শান্ত কুমারের পরিবার বলছে, তিনি সাঁতার জানতেন। তাই নিখোঁজ হওয়াটা সন্দেহজনক।

লালমনিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, ৯৯৯-এ কল দেওয়ার পর রংপুর থেকে একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছে। তবে নিখোঁজ ব্যক্তির খোঁজ এখনো পাওয়া যায়নি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ জুলাই ২০২৫



Scroll to Top