TMC 21 July: ধর্মতলামুখী তৃণমূলের কর্মী-সমর্থকেরা, বাড়ছে ভিড়, কেমন হল ২১শে জুলাইয়ের মঞ্চ? দেখে নিন

TMC 21 July: ধর্মতলামুখী তৃণমূলের কর্মী-সমর্থকেরা, বাড়ছে ভিড়, কেমন হল ২১শে জুলাইয়ের মঞ্চ? দেখে নিন

Last Updated:

হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে সোমবার সকাল থেকে তৃণমূল সমর্থকদের ভিড়। বিভিন্ন জেলা থেকে তাঁরা ট্রেনে কলকাতায় পৌঁছোচ্ছেন। তৃণমূলের ফ্লেক্স, পোস্টারে ছেয়ে গিয়েছে রাস্তাঘাট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় কাট-আউট বসানো হয়েছে স্টেশন চত্বরে।

News18TMC 21 July: ধর্মতলামুখী তৃণমূলের কর্মী-সমর্থকেরা, বাড়ছে ভিড়, কেমন হল ২১শে জুলাইয়ের মঞ্চ? দেখে নিন
News18

আবীর ঘোষাল, কলকাতা: বিধানসভা ভোটের  আগে এবার ২১ জুলাইয়ের মেগা ইভেন্ট। তাই এবার ব্যবস্থাও নজরকাড়া ৷ ধর্মতলায় শেষ মঞ্চ তৈরির কাজ। এবার মূল সমাবেশ মঞ্চ হিসাবে অন্যবারের মতই দুটো মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউজের সামনে। মূল সমাবেশের জন্য যে প্রধান মঞ্চ প্রস্তুত করা হয়েছে, তা এবার আকারে অনেক বড়। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস এখন বড় দল। তাই শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত, নেতাদের নিয়ে প্রায় ৬০০ জন বসতে পারেন, এমনভাবে তৈরি করা হয়েছে মঞ্চ। ত্রি-স্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে ১১,১২,১৩ ফুট উঁচু। দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট। ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হয়েছে দলীয় পতাকা দিয়ে।

এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে প্রায় ১৫’টি জায়েন্ট স্ক্রিন। এছাড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে জায়েন্ট স্ক্রিনে দেখানোর সুবিধা। প্রায় ১০০০ স্বেচ্ছাসেবক থাকবেন। মূল মঞ্চের একটি ধাপে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।সোশ্যাল মিডিয়া পেজে লাইভ থাকবে সমাবেশ।

২১ জুলাইয়ের সমাবেশে আজ রেকর্ড জমায়েত করার টার্গেট তৃণমূলের। লোকসভা ভোটের ফলে উত্তরের জমি ‘শক্ত’ হয়েছে। কোচবিহার আসন জয় করেছে তারা৷ বাকি একাধিক আসনেও ব্যবধান অনেক কমিয়েছে তারা। তৃণমূলের, তাই ২১ জুলাই উত্তরবঙ্গ থেকে ধর্মতলায় রেকর্ড জমায়েত করা হচ্ছে।২০২৬-এর নির্বাচনে শাসক শিবিরের ‘পাখির চোখ’ কোচবিহার থেকে মালদহ পর্যন্ত একাধিক বিধানসভা আসন তাদের নজরে৷  তাই চা-বলয়, রাজবংশী এলাকা থেকে ব্লক ভিত্তিক জমায়েতে জোর দিয়েছে শাসক দল।উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেনে আসছেন শাসক দলের নেতা-কর্মীরা। এছাড়া সড়কপথেও আসছেন তারা।তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি, অন্যান্যবারের চেয়ে বেশি জমায়েত হবে উত্তরের জেলা থেকে।

এর আগে পঞ্চায়েত ভোটে পাহাড়ে তৃণমূলের বন্ধুদল প্রজাতান্ত্রিক মোর্চা হইহই করে জিতেছে। অনীত থাপার দলের অনেকেই সমাবেশে হাজির থাকবেন। উত্তরের চা বলয় থেকে রাজ্যসভার সাংসদ পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এবারের ২১ জুলাই সমাবেশে ২৬ কে সামনে রেখে টার্গেট উত্তরের বিধানসভা আসন।প্রসঙ্গত ওই দিন উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। আবার উত্তরের একাধিক আসনে সাংগঠনিক দিক থেকেও জোর টক্কর দেয় বিজেপি।চা বলয়ের জেলা আলিপুরদুয়ারে সভাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পিছিয়ে নেই দক্ষিণের জেলাগুলোর। বিশেষ করে জঙ্গলমহল থেকে প্রচুর কর্মী সমর্থক জমায়েত করছেন ধর্মতলায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/

TMC 21 July: ধর্মতলামুখী তৃণমূলের কর্মী-সমর্থকেরা, বাড়ছে ভিড়, কেমন হল ২১শে জুলাইয়ের মঞ্চ? দেখে নিন

Scroll to Top