ভূমিসেবা শতভাগ অনলাইন হওয়ায় সেবাগ্রহীতাদের সন্তুষ্টি বাড়ছে: ভূমি উপদেষ্টা

ভূমিসেবা শতভাগ অনলাইন হওয়ায় সেবাগ্রহীতাদের সন্তুষ্টি বাড়ছে: ভূমি উপদেষ্টা

ভূমি ব্যবস্থাপনায় আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সফল প্রয়োগে সেবাগ্রহীতাদের সন্তুষ্টির মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ভূমিসেবায় সন্তোষজনক ফল নিশ্চিত করতে ডিজিটাল রূপান্তর (ডিজিটাল ট্রান্সফরমেশন) অপরিহার্য।

ভূমিসেবা শতভাগ অনলাইন হওয়ায় সেবাগ্রহীতাদের সন্তুষ্টি বাড়ছে: ভূমি উপদেষ্টাভূমিসেবা শতভাগ অনলাইন হওয়ায় সেবাগ্রহীতাদের সন্তুষ্টি বাড়ছে: ভূমি উপদেষ্টা

রোববার (২০ জুলাই) রাজধানীর ভূমি ভবনের সেমিনারকক্ষে ‘ভূমি মেলা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এবং ভিডিও বার্তার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ভূমি উপদেষ্টা বলেন, নামজারিখতিয়ান, ভূমি উন্নয়ন করসহ ভূমিসংক্রান্ত সব সেবা এখন শতভাগ অনলাইন এবং পেমেন্ট ব্যবস্থা ক্যাশলেস করা হয়েছে। এতে করে প্রতিদিন গড়ে ১০-১২ কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা হচ্ছে।

তিনি আরও বলেন, ভূমিসেবার মানোন্নয়নে সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণকে প্রাথমিক পর্যায়ে সম্পন্ন করা জরুরি। সুষ্ঠু জরিপ কাজের মাধ্যমে সেবায় নতুন মাত্রা যোগ হবে।

তিন দিনব্যাপী এ মেলায় ১৯টি স্টলে ভূমিসংক্রান্ত সকল সেবা দেওয়া হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে কিছু ডিজিটাল আইল্যান্ড তৈরি হয়েছে।

এখন সময় এসেছে এগুলোকে আন্তঃসংযুক্ত করে সমন্বিত ডিজিটাল ট্রান্সফরমেশনের। ভূমি মন্ত্রণালয় সেই পথেই এগোচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যতে ভূমি জরিপ কাজ সম্পন্ন হবে জিপিএস ও জিও-ফেন্সিং প্রযুক্তিতে। জমির মালিক চাইলে গুগল আর্থে জরিপ কার্যক্রম দেখতে পারবেন। এতে ভূমির ডিজিটাল ম্যাপ, মালিকানা, মামলা সংক্রান্ত তথ্য এবং রাজস্ব আদায়ের অবস্থা—অল ইন ওয়ান প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এটাই হবে সত্যিকারের ডিজিটালাইজেশন।

আলোচনা শেষে তারা ভূমি জাদুঘর পরিদর্শন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Scroll to Top