বাংলাদেশে বসা মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ আসরের খেলা হচ্ছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। তবে ১৫ জুলাই বাংলাদেশ ও ভুটানের নিজেদের তৃতীয় ম্যাচে বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যায়। প্রথমার্ধ খেলার পর দ্বিতীয়ার্ধ চলে যায় বসুন্ধরার অনুশীলন টার্ফ মাঠে। এরপর থেকে ওই মাঠেই চলছিল আসরের পরবর্তী ম্যাচগুলো। তবে আসরের শেষ ম্যাচ আবারও ফিরছে বসুন্ধরার মূল মাঠ কিংস অ্যারেনায়।
আসরের শেষ ম্যাচ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জানিয়েছে, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও নেপালের শেষ ম্যাচের খেলা হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এছাড়া ভুটান ও শ্রীলঙ্কার শেষ ম্যাচটিও মূল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।’
আসরে বাংলাদেশ ও নেপালের শেষ ম্যাচ অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। এ ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে আসরের চ্যাম্পিয়ন কারা। পয়েন্ট ব্যবধানে বাংলাদেশ নেপালের থেকে এগিয়ে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে আছে নেপাল।
পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ১৫। আফঈদা খন্দকারের দল এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে দিয়েছেন ২৪ গোল, হজম করেছেন মাত্র ৪টি। টানা পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় তাদের। শেষ ম্যাচে জয় বা ড্র করলে শিরোপা উঠবে বাংলাদেশের হাতে। বাংলাদেশের হারে শিরোপা উঠবে নেপালের হাতে।
অন্যদিকে নেপালের মেয়েদের পয়েন্ট এখন ১২। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে তারা, একমাত্র হার বাংলাদেশের বিপক্ষে। তবে গোল ব্যবধান বাংলাদেশের চেয়ে বেশ কয়েকটা বেশি। পাঁচ ম্যাচে প্রতিপক্ষকে ৩০ গোল দিয়েছে নেপাল, হজম করেছে মাত্র ৪টি।