সাউথ কোরিয়ায় ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪ | চ্যানেল আই অনলাইন

সাউথ কোরিয়ায় ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪ | চ্যানেল আই অনলাইন

সাউথ কোরিয়ায় টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২০ জুলাই) সাউথ কোরিয়ার রাজধানী সিউল থেকে উত্তরের গ্যাপিয়ং এলাকার একটি পর্যটন শহরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে লোকজনকে কাদা মাখা অবস্থায় আশ্রয়কেন্দ্রে যেতে দেখা গেছে। শনিবার দক্ষিণের চুংচেয়ং অঞ্চলে একটি সম্পূর্ণ গ্রাম ভূমিধসে মাটি ও ধ্বংসাবশেষে ঢেকে গেছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চল, যেখানে সানচেয়ং এলাকায় ৬ জন নিহত ও ৭ জন নিখোঁজ রয়েছেন। বন্যার কারণে হাজার হাজার ঘরবাড়ি ও সড়ক প্লাবিত হয়েছে, ধ্বংস হয়েছে কৃষিজমি এবং প্রাণিসম্পদ।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, টানা বৃষ্টির কারণে বুধবার থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। প্রায় ৪১ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যদিও দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবুও রোববার রাজধানী সিউলসহ উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ‘বিশেষ দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা দেন এবং দ্রুত পুনরুদ্ধার কার্যক্রম শুরু করতে একাধিক সংস্থাকে নির্দেশ দেন।

সাউথ কোরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইউন হো-জুং স্থানীয় প্রশাসনকে সমস্ত উপলব্ধ সম্পদ দ্রুততার সঙ্গে কাজে লাগাতে আহ্বান জানিয়েছেন।

এএফপির বরাতে জানা গেছে, গ্যাপিয়ং কাউন্টির উত্তরের এক এলাকায় ভূমিধসে কাদা চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সাউথ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাতের মধ্যে বৃষ্টি শেষ হতে পারে, তবে তার পরই দেশজুড়ে শুরু হতে পারে তীব্র তাপপ্রবাহ।

Scroll to Top