শূন্য রিটার্ন মানে সবকিছু শূন্য নয়; করদাতার জন্য ৭ পরামর্শ

শূন্য রিটার্ন মানে সবকিছু শূন্য নয়; করদাতার জন্য ৭ পরামর্শ

শূন্য রিটার্ন কী

কারও যদি করযোগ্য আয় না থাকে, তখন ওই করদাতা যদি রিটার্ন জমা দেন। কিন্তু কোনো কর দেননি। তাহলে সেই রিটার্নকে শূন্য রিটার্ন বলে ধরে নেন কর কর্মকর্তারা। অর্থাৎ রাষ্ট্রের কোনো কর প্রাপ্তি হয়নি।

এবার শূন্য রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হলো-

এক. বার্ষিক করযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকা কম আয় হলে করদাতা চাইলে শূন্য রিটার্ন দিতে পারেন।

দুই. শূন্য রিটার্ন হলো, করযোগ্য আয় নেই। কিন্তু রিটার্ন দিচ্ছেন। তাই রিটার্নের ফরমের প্রয়োজনীয় অংশ পূরণ করতে হয়। একটি কর রিটার্নের মধ্যে অনেকগুলো অংশ থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো করযোগ্য আয় নির্ধারণ, আয় ও কর হিসাব, রেয়াত হিসাব, সম্পদ ও দায় বিবরণী তৈরি, পারিবারিক ব্যয় প্রদর্শন ইত্যাদি। এগুলো যথাযথভাবে করতে হবে।

তিন. আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় যে জীবনযাত্রার ব্যয় বিবরণী জমা দিতে হয়, সেই ফরম পূরণ করতে হবে। আপনাকে আপনার পুরো বছরের সংসার খরচ, ঘুরে বেড়ানো, বাড়িভাড়া, শিক্ষা খরচসহ যাবতীয় খরচ দেখাতে হবে।

Scroll to Top