আজিমপুরে ‘ভিআইপি’ পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

আজিমপুরে ‘ভিআইপি’ পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর আজিমপুরে অবস্থিত মেটারনিটি হাসপাতালের পাশের পার্কিংয়ে ‘ভিআইপি’ পরিবহনের একটি বাসে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আজিমপুরে ‘ভিআইপি’ পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুনআজিমপুরে ‘ভিআইপি’ পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

বাসের কন্ট্রাক্টর ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মধ্যরাতে একটি মোটরসাইকেলে চড়ে আসা দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাসটির জানালা দিয়ে পেছনের একটি সিট লক্ষ্য করে পেট্রোলের বোতল ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে বাসের ভেতরে আগুন ধরে যায়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৬৮৯১

ঘটনার সময় কন্ট্রাক্টর বাসেই ঘুমিয়ে ছিলেন। তিনি যুগান্তরকে বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে বাসেই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি পাশের সিটে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বাসের পাশে অবস্থানরত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার কিছু সময় আগে দুটি মোটরসাইকেল ওই এলাকা দিয়ে যায়। একটি মোটরসাইকেলে তিনজন ও অন্যটিতে দুইজন ছিল।

আগুন লাগানোর ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি একটি বোতলে পেট্রোল ঢেলে তা জ্বালিয়ে বাসের জানালা দিয়ে ভেতরে নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে।

এ বিষয়ে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, ‘ভিআইপি’ পরিবহন নামের একটি বাসে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সামান্য কিছু পেট্রোল ঢেলে বাসের ভেতরে আগুন ধরানো হয়, এতে সিটের কিছু অংশ পুড়ে গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Scroll to Top