Last Updated:
TMC Leader M*urd*er: অনুব্রত মণ্ডলের গড়ে বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল নেতার, বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমাবাজি। বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী। বোমার আঘাতে জখম হয়েছেন মৃত তৃণমূল নেতার দুই সঙ্গীও।

বোলপুরঃ অনুব্রত মণ্ডলের গড়ে বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল নেতার, বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমাবাজি। বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী। বোমার আঘাতে জখম হয়েছেন মৃত তৃণমূল নেতার দুই সঙ্গীও। এদিন মৃত এবং আহতদের লক্ষ্য করে তিনটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম হন তৃণমূল কংগ্রেস নেতা বাইতুল্লা শেখ। তিনি বীরভূমের ময়ুরেশ্বর-১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার বড়তুড়িগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিশিয়া গ্রামে আজ শনিবার আনুমানিক রাত আট’টা নাগাদ। জানা গিয়েছে, মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসেছিল বাইতুল্লা শেষ এবং তাঁর দুই সঙ্গী। চায়ের দোকান থেকে বাড়ি আসার পথে পুকুর পাড়ে অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়ে। সেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইতুল্লা শেখের। গুরুতর জখম হয়েছেন তাঁর দুই সঙ্গী রাজিব শেখ ও সাজউদ্দিন শেখ। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।
Akshay Dhibar
Kolkata,West Bengal
July 19, 2025 11:53 PM IST
TMC Leader M*urd*er: অনুব্রত গড়ে ভরসন্ধ্যায় তৃণমূল নেতা খু*ন! মল্লারপুরে আচমকা বো*মা ছুড়ে পালায় দু*ষ্কৃতীরা, জখম আরও ২ দলীয় কর্মী