Last Updated:
West Bengal news: উপরে খড় ও অ্যাডভেস্টারের ছাউনি। চারিদিকে মাটির দেওয়াল। বাড়িতে বৃদ্ধ মা-বাবা। স্ত্রী সহ দুই কন্যা সন্তান। পুরুলিয়া জেলার বান্দোয়ানের পচাপানি গ্রামের নুন আনতে পান্তা ফুরান পরিবারে রোজগারের একমাত্র ভরসা রামদাস সরেন।

পুরুলিয়া: উপরে খড় ও অ্যাডভেস্টারের ছাউনি। চারিদিকে মাটির দেওয়াল। বাড়িতে বৃদ্ধ মা-বাবা। স্ত্রী সহ দুই কন্যা সন্তান। পুরুলিয়া জেলার বান্দোয়ানের পচাপানি গ্রামের নুন আনতে পান্তা ফুরান পরিবারে রোজগারের একমাত্র ভরসা রামদাস সরেন।
এলাকায় কাজ না থাকায় পেটের টানে মাস খানেক আগেই পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্য তামিলনাড়ুতে। সেখানে কাজ করে মাঝেমধ্যে টাকাও পাঠাচ্ছিলেন বাড়িতে। তাতেই কোনওরকমে সংসার চালাচ্ছিলেন স্ত্রী। কিন্তু হটাৎই একটা ফোনে পরিবারে নেমে আসে অন্ধকার। শুক্রবার রাত্রে বাড়িতে ফোন আসে ৩৫ বছর বয়সী রামদাস সরেন আর নেই। মৃত্যু হয়েছে তার।
যদিও কি কারণে মৃত্যু হয়েছে তা পরিবারের কাছে এখনও স্পষ্ট নয়। তবে পরিবার জানায় তারা প্রাথমিকভাবে খবর পেয়েছে যে রামদাস রান্না করছিল। সেই সময় তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। তারপরেই স্থানীয়রা জানতে পেরে তাকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। যদিও যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্য আত্মীয়-স্বজনরা এদিন রাত্রেই রওনা দেন তামিলনাড়ুর উদ্দেশ্য।
মৃত রামদাস সরেনের বাবা গুরুপদ সরেন জানান, এলাকায় কোনও কাজ না থাকায় বেশ কয়েক মাস আগেই তামিলনাড়ুতে ঠিকাশ্রমিকের কাজে গিয়েছিলেন একমাত্র ছেলে রামদাস। সেখানে গিয়ে মাঝেমধ্যে টাকাও পাঠাচ্ছিলেন বাড়িতে।
শুক্রবার সন্ধ্যায় ভিন রাজ্য থেকে ফোনে রামদাসের মৃত্যুর খবর পায়। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সেখানে রান্নার কাজ করার সময় আচমকা অসুস্থ্য হয়ে পড়েছিলেন রামদাস। সঙ্গে থাকা তার কর্মচারীরা ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তার।
শান্তনু দাস
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 19, 2025 8:50 PM IST