রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি আলোনসোর সাথে ঠিক বনিবনা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রদ্রিগোর। বেঞ্চে বসে থেকেছেন একের পর এক ম্যাচ। বাতাসে উড়ছিল ২০২৮ পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির হয়ে চুক্তিবদ্ধ থাকা রদ্রিগোর ক্লাব ছাড়ার খবর। এ তারকাকে এবার ১০০ মিলিয়ন ইউরোয় বিক্রিতে রাজি ক্লাবটি।
রদ্রিগো ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমিয়ে পাঁচ মৌসুম কাটিয়ে দেন। লস ব্লাঙ্কোসরা তাকে ৪০ মিলিয়ন ইউরো খরচায় উড়িয়ে আনেন তখন। রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১৩টি শিরোপা জিতেছেন ২৪ বর্ষী তারকা।
জনপ্রিয় ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘রিয়ালের সাথে এবার নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছেন ব্রাজিলিয়ান তারকা। তাকে নিতে ইংলিশ ক্লাব আর্সেনাল আগ্রহ দেখায়। সেই সাথে তাকে নিতে নতুন করে আগ্রহ দেখিয়েছে লিভারপুলও। রিয়াল তাকে ছাড়তে বেশ চড়া মুল্যও হাঁকাবে।’
‘রদ্রিগোর সাথে কয়েক দফায় আলোচনায় বসেছে রিয়াল মাদ্রিদ। চুক্তিতে এমন শর্ত আছে, যদি তিনি যেতে চান, যেতে পারবেন। রিয়াল মাদ্রিদ তার জন্য ক্লাবটি দরজার বন্ধ করেনি। রিয়াল ছেড়ে স্পেনের বাইরে অন্যলিগে খেলার সিদ্ধান্তটা রদ্রিগোর। রিয়ালকে সে ভালোবাসে এমন সিদ্ধান্ত একান্ত তার নিজেকেই নিতে হবে। একই সময়ে লস ব্লাঙ্কোসরা সুযোগ রেখেছে তাকে রিয়াল ছেড়ে যাওয়ার জন্য।’
রোমানো আরও জানিয়েছেন, রদ্রিগোকে ৮০ মিলিয়ন ইউরোয় রিয়াল মাদ্রিদ ছাড়বে এমন প্রতিবেদন হয়েছিলো। কিন্তু রদ্রিগো রিয়াল ছেড়ে যেতে রাজি হলে ১০০ মিলিয়নের বেশি দাবি করবে। এটাই পরে তারা কমিয়ে আনতে পারে।