সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু – DesheBideshe

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু – DesheBideshe

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু – DesheBideshe

ঢাকা, ১৯ জুলাই – কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথম পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।

এরআগে সকালে সমাবেশমঞ্চে এসে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আমাদের জাতীয় সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। আল্লাহর পক্ষ থেকে রহমতের দোয়া করেন।’

এসময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন দলটির সেক্রেটারি। তিনি বলেন, দেশের জাতীয় নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন। দুপুর ২টায় তাদের বক্তব্য শুরু হবে। তবে সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার কথা ছিল। আপনারা বললে আগেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করি।

সাইফুল্লাহ মানসুরের নেতৃত্বে সাইমুম শিল্পীগোষ্ঠী এবং বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা মঞ্চে তাদের পরিবেশনা নিয়ে আসবেন।

জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন দলের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেলপ্লেয়িং ফিল্ড, সংস্কার ও বিচারসহ বেশ কিছু দাবি উঠে আসতে পারে।

জানা গেছে, বাংলাদেশের ক্রিয়াশীল সব রাজনৈতিক দলকেই সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত।

সমাবেশস্থলে অজু ও টয়লেটের ব্যবস্থা আছে। আছে নামাজের ব্যবস্থাও। মেডিকেল বুথ আছে। দলটি নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৯ জুলাই ২০২৫

 



Scroll to Top