এর আগে বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন নিহত উম্মে হাবিবার (২০) স্বামী ও লাইলী বেওয়ার (৬৫) নাতি পারভেজ হোসেন। ওই ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে স্কুলছাত্রীকে জখম এবং তার ভাবি ও দাদিকে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যার মামলায় গ্রেপ্তার সৈকত আহমেদের ফাঁসির দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের সাতমাথায় এ মানববন্ধন ও সমাবেশ করেন শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি মহল্লাবাসী। এতে শহরের জয়পুরপাড়া এলাকার লোকজনও সংহতি প্রকাশ করেন। তাঁরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত সৈকত আহমেদের ফাঁসি দাবি করেন। সমাবেশে বক্তব্য দেন শহরের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন, নিহত গৃহবধুর স্বজন ও জয়পুরপাড়া এলাকার বাসিন্দা গোলাম রসুল ও এনামুল হক, নিহত বৃদ্ধার স্বজন আবদুস সালাম, মো. রসুল প্রমুখ।