ঢাকা, ১৭ জুলাই – নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-নেপাল ম্যাচে দুই দলের দুই খেলোয়াড় হাতাহাতি, চুলাচুলিতে লিপ্ত হয়ে লালকার্ড দেখেছিলেন। বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরানের অপরাধ পর্যালোচনা করে চূড়ান্ত শাস্তি দিয়েছেন ম্যাচ কমিশনার। দুইজনকেই তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে, সঙ্গে ৫০০ ডলার করে জরিমানা।
গত রোববার বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে লাল কার্ড দেখায় সর্বশেষ ভুটান ম্যাচ খেলা হয়নি সাগরিকার। আজও একই প্রতিপক্ষের সঙ্গে খেলবে বাংলাদেশ। কিন্তু সাগরিকা নিষিদ্ধই থাকছেন।
এরপর আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও খেলা হবে না তার। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ২১ জুলাই নেপাল ম্যাচে সাগরিকাকে নিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ।
রোববার ম্যাচের আগে সতীর্থরা যখন ওয়ার্মআপ করছিলেন, তখন এক পাশে মন ভার করে বসে ছিলেন প্রথম দুই ম্যাচে চার গোল করা এই ফরোয়ার্ড। তিনি নিজেই জানালেন, ‘এই ম্যাচের পর আরো এক ম্যাচ আমাকে মাঠের বাইরে থাকতে হবে। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে পারবো।’
গত আসরের সেরা ফুটবলার সাগরিকা এবারও আছেন দারুণ ছন্দে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিকের পর এক গোল করেন নেপালের বিপক্ষে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ জুলাই ২০২৫