অন্তর্বর্তী লভ্যাংশ দেবে গ্রামীণফোন

অন্তর্বর্তী লভ্যাংশ দেবে গ্রামীণফোন

জুমবাংলা ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি তার ছয় মাসের নিট মুনাফার বিপরীতে শেয়ারহোল্ডারদের ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১১ টাকা লভ্যাংশ পাওয়া যাবে।

অন্তর্বর্তী লভ্যাংশ দেবে গ্রামীণফোনঅন্তর্বর্তী লভ্যাংশ দেবে গ্রামীণফোন

বুধবার (১৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অন্তর্বর্তী লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পর্ষদ সদস্যরা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করেন। আর তার ভিত্তিতেই অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গতবছর গ্রামীণফোন বছরের প্রথমার্ধের নিট মুনাফার বিপরীতে ১৬০ শতা্ংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল।

সূত্র অনুসারে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫১ পয়সা। গত বছরের একই সময়ে ৬ টাকা ৩৮ পয়সা আয় হয়েছিল।

এদিকে চলতি বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ২১ পয়সা। গত বছরের একই সময়ে যা ১৬ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটি তার নিট মুনাফার ৯৮ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে দেবে।

অন্তর্বর্তী লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট।

Scroll to Top