Manasa Puja : আষাঢ় সংক্রান্তিতে শতাব্দী প্রাচীন মনসা পুজো ঘিরে ভক্তদের ঢল পুরুলিয়ার গ্রামে

Manasa Puja : আষাঢ় সংক্রান্তিতে শতাব্দী প্রাচীন মনসা পুজো ঘিরে ভক্তদের ঢল পুরুলিয়ার গ্রামে

Last Updated:

Manasa Puja : সর্পদেবীকে ঘিরে ব্যাপক উন্মাদনায় মেতে উঠেছেন গ্রামবাসীরা। পুরানো রীতি মেনেই গ্রামে মনসা পুজো হয়ে আসছে একশো বছরেও বেশি সময় ধরে। 

+

Manasa Puja : আষাঢ় সংক্রান্তিতে শতাব্দী প্রাচীন মনসা পুজো ঘিরে ভক্তদের ঢল পুরুলিয়ার গ্রামে

একশো বছরের প্রাচীন মনসা পুজো

শান্তনু দাস, পুরুলিয়া: শতাব্দী প্রাচীন মনসা পুজোয় গ্রামের প্রধান উৎসব। পুরুলিয়ার বাগিচা গ্রামে সর্পদেবীকে ঘিরে এখন ব্যাপক উন্মাদনায় মেতে উঠেছেন গ্রামবাসীরা।মনসাকেই জাগ্রত দেবীরূপে পুজো করা হয় এই গ্রামে। পুরুলিয়া জেলার অন্যান্য গ্রামাঞ্চলে মনসা পুজো শ্রাবণ মাসে হয়ে থাকলেও এই গ্রামে কিন্তু প্রতি বছর আষাঢ় সংক্রান্তিতেই পুজো হয়ে থাকে। সাত পুরুষ ধরে চলে আসা শতাব্দী প্রাচীন এই পুজো তাই জেলার অন্যান্য পুজো গুলোর থেকে একটু অন্যতম। পুরানো রীতি মেনেই গ্রামে মনসা পুজো হয়ে আসছে একশো বছরেও বেশি সময় ধরে।

পুজো উপলক্ষে এই সময় গ্রামের প্রত্যেকটি বাড়িতে আত্মীয়স্বজনের আনাগোনা বেড়ে যায়। একেবারে যেন দুর্গাপুজোর আমেজ। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, এই পুজোকে ঘিরে অনেক কাহিনী কথিত আছে।

জানা যায়, বহু বছর আগে গ্রামে এক ভয়াবহ মহামারি দেখা দেয়। শুরু হয় মৃত্যু মিছিল। তারপরই সেই মহামারি থেকে বাঁচতে গ্রামে শুরু হয়েছিল দেবীর পুজো। গ্রামবাসীদের বিশ্বাস, দেবীর কৃপাতেই সেই সময় মহামারি থেকে রক্ষা পেয়েছিল পুরো বাগিচা গ্রাম।

বাংলা খবর/ খবর/Videos/

Manasa Puja : আষাঢ় সংক্রান্তিতে শতাব্দী প্রাচীন মনসা পুজো ঘিরে ভক্তদের ঢল পুরুলিয়ার গ্রামে

Scroll to Top