লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে খেলা হয়নি শেখ মেহেদীর। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে সুযোগ পান টাইগার স্পিনার। সুযোগ পেয়ে রাঙিয়েছেন ৩০ বর্ষী। ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিয়ে হয়েছেন ম্যাচসেরা। পরে জানালেন দুর্দান্ত পারফর্মের রহস্য।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে ৭ উইকেটে ১৩২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে নেমে ২১ বল হাতে রেখে ৮ উইকেটে লক্ষ্যতাড়া করে বাংলাদেশ। ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় টিম টাইগার্স।
শেখ মেহেদী ৪ ওভার বল করে ১১ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন, ছিল একটি মেডেনও। টাইগার স্পিনারের ক্যারিয়ারসেরা বোলিং এটি। এর আগে টি-টুয়েন্টিতে একবার ৪ উইকেট শিকার করেছিলেন মেহেদী, ১৩ রানে। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে মেহেদী বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করার রহস্য জানালেন।
বলেছেন, গত কয়েকটি ওয়ানডেতে আমরা দেখেছি, শ্রীলঙ্কার পিচ গুলিতে টার্ন পাওয়া যায়। তাই আমি শুধু ভালো লাইন অ্যান্ড লেন্থ বজায় রেখে বল করার চেষ্টা করছিলাম। নতুন বলেও গ্রিপ পেয়েছিল, আমি সঠিক জায়গায় বল করতে চেয়েছিলাম। সৌভাগ্যক্রমে, এটি সফল হয়েছে।’