এমা ওয়াটসনের গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা | চ্যানেল আই অনলাইন

এমা ওয়াটসনের গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা | চ্যানেল আই অনলাইন

‘হ্যারি পটার’ সিনেমার হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে পরিচিত অভিনেত্রী এমা ওয়াটসন ছয় মাসের জন্য গাড়ি চালানো থেকে নিষিদ্ধ হয়েছেন।

গত বছর ৩১ জুলাই অক্সফোর্ডে ঘণ্টায় ৩০ মাইল গতিসীমা অতিক্রম করে ৩৮ মাইল বেগে গাড়ি চালানোর দায়ে তাকে এই শাস্তি দিয়েছে আদালত।

৩৫ বছর বয়সী এমা ওয়াটসন বর্তমানে একজন শিক্ষার্থী। বুধবার হাই উইকোম ম্যাজিস্ট্রেট আদালত তাকে মোট ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করার আদেশ দেয়।

আদালত জানায়, ঘটনার সময় তার ড্রাইভিং লাইসেন্সে আগেই ৯টি পয়েন্ট ছিল। মাত্র পাঁচ মিনিটের এই শুনানিতে এমা ওয়াটসন নিজে উপস্থিত ছিলেন না।

এমা ওয়াটসনের আইনজীবী মার্ক হ্যাসলাম আদালতে জানান, “তিনি একজন শিক্ষার্থী এবং জরিমানার অর্থ দিতে সক্ষম।”

গত দুই বছরের মধ্যে এটি ছিল এমার চতুর্থ ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা। ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর এবং ২০২৪ সালের জানুয়ারিতেও তিনি ট্রাফিক আইন ভেঙেছিলেন। –টেলিগ্রাফ

Scroll to Top