ভারতের বিপক্ষে স্থগিত সিরিজের ফাঁকা সময় নিয়ে যা ভাবছে বিসিবি | চ্যানেল আই অনলাইন

ভারতের বিপক্ষে স্থগিত সিরিজের ফাঁকা সময় নিয়ে যা ভাবছে বিসিবি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের পর ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে মুখোমুখি হত দুদল। আইসিসির এফটিপির অংশ হলেও আপাতত সিরিজটি স্থগিত হয়েছে। ফাঁকা সময়টায় জাতীয় দলের জন্য নতুন কোনো প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমে পরিকল্পনার বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। জানালেন, ‘এ’ দলের সঙ্গে জাতীয় দলের ম্যাচ আয়োজনের কথা ভেবেছিল বিসিবি, তবে এখন আন্তর্জাতিক সিরিজের কথা চিন্তা করছে।

বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, ওই সময়টায় আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কি না। এর আগেও আমরা এ রকম করেছি। এ দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। সে রকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।’

‘এখন আমরা ভেবে দেখছি, কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না, কোনো সুযোগ পাওয়া যায় কি না। সে জিনিসগুলো আমরা দেখছি। যদি সুযোগ না হয়, তাহলে আমরা ইন্টারনালি হয়তো খেলব।’

Scroll to Top