Last Updated:
Bengal Workers in Odisha: কাজে গিয়ে ওড়িশা সরকারের হাতে আটক পুরুলিয়ার ছয় শ্রমিক। অভিযোগ, বাংলায় কথা বলেছিলেন তাঁরা!

বাংলার শ্রমিকরা আটক ওড়িশায়
পুরুলিয়া: শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য এত বড় যে তাঁদের মাশুল গুনতে হবে, তা তাঁরা কল্পনাতেও ভাবেননি। বাংলাদেশি সন্দেহে টানা চার দিন ওড়িশা সরকারের কাছে আটক থাকতে হল তাঁদের। তাঁরা সকলেই বাংলার জেলা পুরুলিয়ার শ্রমিক। পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার বেরোর রাইডি গ্রামে বাড়ি তাঁদের।
পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে কার্যত এমনই বিপাকে পড়তে হয়েছিল রাইডি গ্রামের ছয় জন শ্রমিককে। যদিও বহু নথিপত্র দেখানোর পর রাজ্য সরকার ও পুরুলিয়া জেলা পুলিশের সহযোগিতায় ওড়িশা সরকারের কাছ থেকে তাঁরা মুক্তি পেয়ে বর্তমানে সকলেই বাড়ি ফিরেছেন। কিন্তু আতঙ্ক এখনও গ্রাস করে রেখেছে তাঁদের। ওড়িশা থেকে বাংলার জেলা পুরুলিয়ার বাড়িতে ফিরে তাঁরা এখন বলছেন এবার থেকে ওড়িশার দিকে তাঁরা ফিরেও তাকাবেন না আর।
শান্তনু দাস
Kolkata,West Bengal
July 16, 2025 3:17 PM IST
Bengal Workers Arrested in Odisha: বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা! ওড়িশায় পুরুলিয়ার ৬ শ্রমিকের সঙ্গে এ কী জঘন্য কাজ?