এমন হার ‘হৃদয়বিদারক ও লজ্জাজনক’ | চ্যানেল আই অনলাইন

এমন হার ‘হৃদয়বিদারক ও লজ্জাজনক’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব পেয়েছেন রোস্টন চেজ। কিন্তু ঘরের মাঠে তার নতুন অধ্যায়ের শুরুটা হয়তো ভুলে যেতেই চাইবেন। ক্যারিবীয়দের পেস-বান্ধব উইকেটে ৩ টেস্ট সিরিজের তিনটিই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কেবল হোয়াইটওয়াশ হলেই হয়তো সান্ত্বনা পেতে পারতেন চেজ। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্যভাবে তার দল কেবল ২৭ রানেই গুটিয়ে গেছে। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এমন হারকে ‘হৃদয়বিদারক ও লজ্জাজনক’ বলছেন অধিনায়ক চেজ।

জ্যামাইকার স্যাবিনা পার্কে টসে জিতে আগে ব্যাটে নেমে ব্যটিং ধসে ২২৫ রানে থামে অস্ট্রেলিয়া। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রাতের বেশি করতে পারেনি। তাতে প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে অজিরা ১২১ রানে থামলে ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। তাড়া করতে নেমে কেবল ২৭ রানে স্বাগতিকরা গুটিয়ে গেলে ১৭৬ রানের বড় জয় পায় প্যাট কামিন্সের দল।

টেস্টে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড হয়েছিল ৭০ বছর আগে। ১৯৫৫ সালে অকল্যান্ড টেস্টে নিজেদের মাটিতে নিউজিল্যান্ড সেই লজ্জায় ডুবেছিল ইংল্যান্ডের বিপক্ষে। আর উইন্ডিজদের টেস্টে আগের সর্বনিম্ন রান ছিল ৪৭। এবার নিজেদেরও ছাড়িয়ে গেছেন তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকাই ৩০-৩৬ রানের মধ্যে অলআউট হয়েছে চারবার। এছাড়া ভারত ও অস্ট্রেলিয়ার মতো দলেরও ৩৬ রানে গুটিতে যাওয়ার রেকর্ড আছে একবার করে। তাই হয়ত ৩০ এর ঘরে আউট হলে কিছুটা শান্তনার জায়গা খুঁজে পেতেন ক্যারিবীয়রা।

ম্যাচ শেষ তার কণ্ঠে ফুটে উঠে হতাশার ছাপ, ৩৩ বর্ষী অলরাউন্ডার বলেছেন, ‘এটা খুবই হতাশার। এই ম্যাচে আমরা জয়ের মতো অবস্থানে নিজেদেরকে রেখেছিলাম। কিন্তু ব্যাটিংয়ে আমরা কোনো লড়াই করতে পারিনি। এটা বেশ হৃদয়বিদারক, কারণ আমরা তিন টেস্টেই হেরেছি। এর মধ্যে এমন একটি হার। আমরা আসলে ভুল থেকে শিক্ষা নিচ্ছি না। এখন এই বিষয়গুলোর দিকে আসলেই নজর দিতে হবে। স্পষ্টতই ৩০ রানের কমে অলআউট হওয়া বেশ লজ্জাজনক।’

Scroll to Top