আগস্ট থেকে পরিবার প্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল

আগস্ট থেকে পরিবার প্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগস্ট থেকে পরিবার প্রতি ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে। নভেম্বর মাস পর্যন্ত এই চাল দেয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

জানা গেছে, খাদ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারিকভাবে ৪ লাখ টন চাল কেনা হবে। বেসরকারিভাবে পাঁচ লক্ষ টন আমদানির অনুমতি দেয়া হবে।

এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে জুলাই স্মৃতি যাদুঘর নির্মাণ খরচের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশি-বিদেশি সকল বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তা নেওয়ার অনুমতি দেয়া হয়েছে।

Scroll to Top