দীর্ঘ নিষেধাজ্ঞার সম্ভাবনা এনরিকের | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ নিষেধাজ্ঞার সম্ভাবনা এনরিকের | চ্যানেল আই অনলাইন

ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে ৩-০তে হারের পর উত্তেজিত হয়ে পড়েন পিএসজি কোচ লুইস এনরিকে। ম্যাচের পর দেখা যায় ব্রাজিলিয়ান ফরওয়ার্ড পেদ্রোকে ধাক্কা দেন তিনি। এনরিকে এমন আচরণের কারণে ফিফা থেকে পেতে পারেন শাস্তি।

প্রথমার্ধে চেলসির দুর্দান্ত আক্রমণের মুখে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধে চেলসি খেলোয়াড়রা সময় নষ্ট করলে চাপে পড়ে পিএসজি। সেসময় উত্তেজিত হয়ে পিএসজি মিডফিল্ডার জোয়াও নেভেস চেলসির কুকুরেলার চুল ধরে টান দেন। লাল কার্ডও দেখতে হয় তাকে।

এর আগে রেফারির সিদ্ধান্তে খুশি ছিলেন না এনরিকে। খেলা শেষে বাকবিতণ্ডার জেরে ধাক্কাধাক্কি হয় পিএসজি ও চেলসির খেলোয়াড়দের মধ্যে। সেসময় দেখা যায় পেদ্রোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছেন এনরিকে।

এই ঘটনাটি সহিংস আচরণ হিসেবে ধরা হতে পারে, এবং ফিফা থেকে এনরিকের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। এনরিকের আচরণ অমার্জনীয় এবং তাকে দীর্ঘ নিষেধাজ্ঞা ও শাস্তির মুখে পড়তে হতে পারে।

Scroll to Top