Jhargram Ramlal Video: ‘সে’ ঢুকেছে…! মাইকে প্রচার, ভীতসন্ত্রস্ত বাসিন্দারা, দরজা বন্ধ বাড়িতে বাড়িতে, হলটা কী ঝাড়গ্রামে…

Jhargram Ramlal Video: ‘সে’ ঢুকেছে…! মাইকে প্রচার, ভীতসন্ত্রস্ত বাসিন্দারা, দরজা বন্ধ বাড়িতে বাড়িতে, হলটা কী ঝাড়গ্রামে…

Last Updated:

Jhargram Ramlal Video: সাঁকরাইলের প্রত্যন্ত গ্রামে এবার হানা উনার, আতঙ্কে দিন কাটাচ্ছেন সাঁকরাইলের বাসিন্দারা।

+

Jhargram Ramlal Video: ‘সে’ ঢুকেছে…! মাইকে প্রচার, ভীতসন্ত্রস্ত বাসিন্দারা, দরজা বন্ধ বাড়িতে বাড়িতে, হলটা কী ঝাড়গ্রামে…

ঝাড়গ্রামের বাড়িঘর

ঝাড়গ্রাম: আগমনে বাজছে মাইক, ছুটছে খবর, এলাকায় পৌঁছলেই দরজা বন্ধ করছেন স্থানীয়রা। জঙ্গলমহলের ঝাড়গ্রামে ঠিক হলটা কী! কার আগমনে এত রাহি রাহি রব জানেন? না না ইনি কোনও প্রশাসনিক কর্তা বা দেশের সর্বোচ্চ পদাধিকারী নন, তবুও তার আগমনে থমথমে হয়ে পড়ে এলাকা। কখনও কখনও উনার দখলে যায় ক্লাব, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এবার হয়ত গোটা পুকুরকে দখল করার টার্গেট ছিল। তাই ভর দুপুর বেলায় পুকুরকে ঢুকে রীতিমত তাণ্ডব জঙ্গলমহলের জনপ্রিয় হাতি রামলালের।

এ যেন দিনে-দুপুরে দাদাগিরি! কখনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের খোঁজে তান্ডব। একদিকে রামলালের কান্ড কারখানা জঙ্গলমহলের মানুষ যেমন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন অন্যদিকে দিনের বেলায় বাজার-হাট, দোকানপাট যেতেও ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা। আবার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে ঘরবন্দি হয়ে পড়েছেন মহিলারা, শিশুরা।

ঝাড়গ্রামের সাঁকরাইলের প্রত্যন্ত গ্রামে এবার হানা রামলালের, আতঙ্কে দিন কাটাচ্ছেন সাঁকরাইলের বাসিন্দারা। টিয়াকাটি, টুকরুভুলা সহ বেশ কিছু গ্রামে এবার নজর পড়েছে জঙ্গলমহলের জনপ্রিয় দাঁতাল হাতি ‘রামলালের’, যার কারণে তৈরি হয়েছে চরম আতঙ্কের পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, এতদিনে সে অন্য এলাকায় ঘুরে বেড়াত, এবার সে এসে পড়েছে টিয়াকাটি- টুকরুভুলা এলাকায়। রবিবার সকাল থেকেই শুরু হয় রামলালের তাণ্ডব। এক দাঁতাল হাতি — স্থানীয়দের মুখে যার নাম ‘রামলাল’ — এবার রাত নয় দিনের আলোতেও হানা দিচ্ছে গ্রামে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রীতিমত দাপিয়ে বেড়ায় সে। সাধারণ মানুষের চলাফেরা হয়ে পড়েছে দুঃসাধ্য। আগে রাতে মাঝে মাঝে হাতির দেখা মিলত, কিন্তু এখন তো সকাল বেলাতেও বের হতে ভয় লাগে। মাঠে কাজ করতে পারছি না, স্কুল-অঙ্গনওয়াড়িতে ছেলেমেয়েরা যেতে পারছে না। প্রতিনিয়ত তার আগমনের খবরে মাইক দিয়ে সতর্ক বার্তা দেওয়া হলেও। হাতিকে এলাকা থেকে সরিয়ে না নিলে বড়সড় বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা।

তন্ময় নন্দী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Jhargram Ramlal Video: ‘সে’ ঢুকেছে…! মাইকে প্রচার, ভীতসন্ত্রস্ত বাসিন্দারা, দরজা বন্ধ বাড়িতে বাড়িতে, হলটা কী ঝাড়গ্রামে…

Scroll to Top