বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকারীর ছুরিকাঘাতে অতিথি নিহত | চ্যানেল আই অনলাইন

বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকারীর ছুরিকাঘাতে অতিথি নিহত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের কর্ণাটকে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মুরগি খেতে চাওয়ায় নিমন্ত্রণকারীর বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে খাবার পরিবেশনকারী।

সোমবার ১৪ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের ইয়ারাগাত্তি তালুকের বাসিন্দা বিনোদ মালাশেট্টি তার বন্ধু অভিষেক কোপ্পাডের বিয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

বিনোদ মালাশেট্টি (৩০) কর্ণাটকের বেলাগাভি জেলায় তার বন্ধুর বিবাহোত্তর নৈশভোজে অতিরিক্ত মুরগি দাবি করায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

জানা যায় রবিবার (১৩ জুলাই) অভিষেকের খামারে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।

প্রতিবেদন অনুসারে বিনোদ খাবার পরিবেশনকারী ভিট্টল হারুগোপ্পের কাছে খাওয়ার সময় আরও মুরগি চেয়েছিলেন। বিনোদ অভিযোগ করেছিলেন, যে খাবার খুব কম ছিল। এর ফলে বিনোদ এবং ভিট্টলের মধ্যে ঝগড়া শুরু হয়।

রাগের বশে ভিট্টল পেঁয়াজ কাটার জন্য ব্যবহৃত রান্নাঘরের ছুরি দিয়ে বিনোদকে ছুরিকাঘাত করে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই বিনোদের মৃত্যু হয়।

ঘটনার পর, পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত করছে বলে জানা যায়।

Scroll to Top