সম্প্রতি রণবীর সিংহের জন্মদিনে মুক্তি পেয়েছে তার আগামী ছবি ‘ধুরন্ধর’র ফার্স্ট লুক। যেখানে একদম অন্য এক অবতারে দেখা গেছে এই তারকাকে। যেই লুক দেখে তার ভক্তরাও রীতিমতো অবাক।
জানা গেছে, ইতোমধ্যেই রণবীরের ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ের বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছেন ছবির শিল্প নির্দেশক সাইনি জোহরভ। তিনি জানিয়েছেন, শুটিং করতে করতে গুরুতর জখম হয়েছেন রণবীর। তারপরেও শুটিং বন্ধ করেননি! পাশাপাশি এও জানিয়েছেন, ছবিতে পাকিস্তানের পরিচিত অলিগলি দেখা যাবে। কিন্তু কিভাবে তা সম্ভব?
সম্প্রতি পেহেলগাম-কাণ্ডের পর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদানও বন্ধ। ভারতে নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতারা। তাদের সমাজমাধ্যমও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ভারতে। কিন্তু তারপরেও কী করে পাকিস্তানের কিছু অংশ দেখা যাবে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে?
এখানেই নিজের কেরামতি দেখিয়েছেন শিল্প নির্দেশক সাইনি। একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিচালক হিসাবে আদিত্য ভীষণ খুঁতখুঁতে। কাজের সঙ্গে কোন আপোস করতে রাজি নন তিনি। তাই সাইনির উপরে নির্দেশ ছিল হয় ভারতে, নয়ত বিদেশে পাকিস্তানের নিখুঁত সেট তৈরি করতে হবে।
পরিচালকের এই নির্দেশ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন শিল্প নির্দেশক। তিনি ইউটিউব থেকে ভিডিও সংগ্রহ করেন। খুঁটিয়ে পড়েন পুরনো কিছু সংবাদপত্র। এসব থেকে পাকিস্তানের রাস্তাঘাটের বর্ণনা সম্বন্ধে ওয়াকিবহাল হন। এদিকে বর্ষাকালে মুম্বাই জলমগ্ন। ভারী বর্ষণে শুটিং আটকে যায় যখন তখন। ফলে এখানে সেট তৈরি করে শুটিং করলে যে কোন সময় তা নষ্ট হয়ে যেতে পারে।
তখনই তিনি সিদ্ধান্ত নেন, থাইল্যান্ডে গিয়ে সেট তৈরি করবেন। পরিচালককে জানাতেই তিনি রাজি। বিদেশে ৬ একর জমির উপরে এরপর ‘পাকিস্তান’ গড়ে তোলেন সাইনি। যা ক্যামেরায় একটুও নকল বলে মনে হয়নি কারও! ১৫ জন সহকর্মীকে নিয়ে রোজ ১২ ঘণ্টা খেটে এই সেট তৈরি করেছিলেন তিনি।
সেই সেটে শুটিং করতে গিয়েই আহত হয়েছিলেন রণবীর। তবে নায়ককে প্রতি মুহূর্তে সাহায্য করেছিলেন ছবির পরিচালক। তিনি পাশে থাকায় নায়কও নিজেকে শুটিংয়ের সময় উজাড় করে দেন। ছবির শুটিং হয়েছে ৬০ দিন ধরে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এ রণবীর সিং ছাড়াও আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল।