জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইনকাম ট্যাক্স ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিট (আইটিআইআইইউ) গঠনের মাত্র সাত মাসের মধ্যে প্রায় দু’হাজার কোটি টাকার (১,৮৭৪ কোটি) কর ফাঁকি উদঘাটন করেছে। এরই মধ্যে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে।
সোমবার এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও এই অর্জনকে এনবিআর বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।
২০২৪ সালের ডিসেম্বর থেকে আইটিআইআইইউ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে। এ সময়ের মধ্যে ইউনিটটি ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির তথ্য চিহ্নিত করেছে। এর মধ্যে ৬৩টি ব্যক্তি ও প্রতিষ্ঠান ২৩১টি ই-চালানের মাধ্যমে ইতোমধ্যে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধ করেছে।
এছাড়া নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ১০০টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, এই কার্যক্রম কর ফাঁকি ও অর্থপাচারকারীদের জন্য একটি কঠোর বার্তা, পাশাপাশি নিয়মিত করদাতাদের উৎসাহিত করবে।
সংস্থাটি আরও জানায়, আইটিআইআইইউ যেকোনো ধরনের কর ফাঁকি ও বেনামি সম্পদ সৃষ্টির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এনবিআর মনে করছে, কর প্রশাসনে নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর প্রয়োগে এটি একটি নতুন মাইলফলক। এই ইউনিট শুধু রাজস্ব আদায়ে নয়, বরং কর সচেতনতা ও কর সংস্কৃতির বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখছে।
ভবিষ্যতে এই ইউনিটের সক্ষমতা ও ডিজিটাল দক্ষতা আরও বাড়বে এবং এর মাধ্যমে দেশের রাজস্ব ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক হবে বলে এনবিআর আশাবাদ ব্যক্ত করেছে।