আমির ও সঞ্জয়কে গোপনে বিয়ে করেছিলেন প্রীতি জিনতা!

আমির ও সঞ্জয়কে গোপনে বিয়ে করেছিলেন প্রীতি জিনতা!

তাকে বলা হয় বলিউডের বাবলি গার্ল। তার গালের টোলেই বুদ হয়ে থাকত ভক্ত-সমর্থকেরা। বলছি বলিউডের প্রিটি উইম্যান, প্রীতি জিনতার কথা। একসময়ের বহুল চর্চিত এই অভিনেত্রী বর্তমানে মার্কিন স্বামী মিস্টার গুডএনাফের সংসারে রানীর মতো রয়েছেন। কিন্তু জানেন কি বহু বছর আগে আমির খান ও সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করেছিলেন প্রীতি! হ্যাঁ,এমন গুঞ্জই রটেছিল ২০০১ সালে।

আমির ও সঞ্জয়কে গোপনে বিয়ে করেছিলেন প্রীতি জিনতা!আমির ও সঞ্জয়কে গোপনে বিয়ে করেছিলেন প্রীতি জিনতা!

ব্যাপারটা আরেকটু বিস্তারিত জানা যাক। বেশ কয়েকবছর আগে সিমি গেরেওয়ালকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রীতি জিনতা বলেছিলেন, ‘সবে তখন আমিরের সঙ্গে ‘দিল চাহাতা হ্যায়’ মুক্তি পায়।

দর্শক আমার আর আমিরের জুটির প্রশংসাও শুরু করেছে। সেই সময়ই সঞ্জয় দত্তর সঙ্গে একটা ম্যাগাজিনের জন্য ফটোশুট করি। সেটাও প্রশংসা পায়। সব ভালো চলছিল। হঠাৎই নানা গসিপ ম্যাগাজিনে ফাঁস হল, আমি নাকি গোপনে আমির খানকে বিয়ে করেছি! আমি তো গোটা বিষয়টা জেনে অবাক।

তবে আমি এসব নিয়ে মুখ খুলিনি প্রকাশ্যে। পাত্তাও দিইনি। আমির আমার খুব ভালো বন্ধু। ওর সঙ্গে এরকম নাম জড়াতে খুব কষ্ট পেয়েছিলাম। পরে আমিরই আমাকে বুঝিয়ে ছিল, এসব গসিপ, পাত্তা দিতে নেই।’

তবে এরপরে প্রীতি আরও যা বলেন, তা খুবই দুঃখজনক। প্রীতি কথায়, ‘শুধু আমির নয় একই বছরে আবার রটে যায়, আমি নাকি সঞ্জয় দত্তকেও গোপনে বিয়ে করেছি। সঞ্জয় আমার ফ্যামিলি ফ্রেন্ড। একেবারে আমার দাদার মতোই।

ওকে নিয়ে এরকম রটায় আমি খুবই দুঃখ পেয়েছিলাম। পরে অবশ্য আমার ম্যানেজার এসব গসিপ আটকানোর জন্য এক বিবৃতিও দিয়েছিল সংবাদমাধ্যমে। সত্যি বলতে এধরনের গসিপে সাধারণ মানুষ মজা পেলেও, আমাদের জীবন কঠিন হয়ে যায়।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুবক গুডএনাফকে বিয়ে করেন প্রীতি জিনতা। বর্তমানে বেশিরভাগ সময় লস অ্যাঞ্জেলেসেই থাকেন প্রীতি

Scroll to Top