Last Updated:
Biker in Ladakh- ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, লাদাখের খারদুঙ্গলা পাসে একটি মোটরসাইকেলে চেপে ভ্রমণে বেরিয়েছেন এক বৃদ্ধ দম্পতি। যা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।

কলকাতা : একটা প্রচলিত কথা আমরা সব সময় শুনে থাকি। আর সেটি হল – ‘বয়স শুধু সংখ্যামাত্র!’ ইনস্টাগ্রামে ভাইরাল একটি ভিডিও যেন এই প্রবাদকে আরও একবার সঠিক বলে প্রমাণ করে দিল। আসলে ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, লাদাখের খারদুঙ্গলা পাসে একটি মোটরসাইকেলে চেপে ভ্রমণে বেরিয়েছেন এক বৃদ্ধ দম্পতি। যা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।
ভিডিও-তে প্রথমে দেখা যাচ্ছে এক তরুণকে। তিনি নিজেও একজন ভ্লগার। তিনি দেখালেন, একটি Royal Enfield Himalayan 411 বাইকে চেপে যাচ্ছেন এক বৃদ্ধ দম্পতি। এত উঁচু জায়গায় প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিতে এক বয়স্ক দম্পতিকে এভাবে দেখে চমকে গিয়েছেন ওই তরুণ ভ্লগারও। প্রথমে দেখা যাচ্ছিল যে, বয়স্ক ব্যক্তিটি বাইকে বসে রয়েছেন। এরপর তিনি নিজের স্ত্রীকে বাইকে চেপে বসতে বলেন। শুধু তা-ই নয়, ওই বাইকের সঙ্গে বাঁধা ছিল তাঁদের মালপত্রও। ফলে বোঝাই যাচ্ছিল যে, দীর্ঘ সফরে বেরিয়েছেন তাঁরা।
ওই ভ্লগার এগিয়ে যান বাইকে থাকা বৃদ্ধ দম্পতির দিকে। তাঁদের এই ভ্রমণের বিষয়ে জানতেও চান। বাইকে থাকা বৃদ্ধ বলেন যে, গোটা লাদাখটাই ঘুরে ফেলেছেন তাঁরা। এমনকী এই তালিকায় রয়েছে জনপ্রিয় পর্যটনস্থল নুব্রা ভ্যালিও। তাঁদের বয়সের কথা জানতে চাওয়া হলে বয়স্ক রাইডার হেসে ফেলেন। জানান যে, তিনি মনের দিক থেকে তারুণ্যে একেবারে তরতাজা। সেই সঙ্গে এ-ও বলেন যে, বয়সে কী যায়-আসে! মানুষের মধ্যে শুধু সেই সাহসিকতা থাকা উচিত। যেমন তিনি নিজের মধ্যে সেই সাহসিকতা বজায় রেখেছেন।
সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। বৃদ্ধ দম্পতির এহেন উদ্যম এবং এনার্জির প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা। বিশেষ করে যাঁদের রোমাঞ্চকর যাত্রার প্রতি আগ্রহ এবং ইতিবাচক মনোভাব রয়েছে, তাঁরা তো আরও বেশি করেই প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও যে কোনও তরুণ ভ্রমণপিপাসুর মতোই রাইডিং উপভোগ করছেন ওই দম্পতি।
প্রসঙ্গত, যে মোটরবাইক চেপে ওই বৃদ্ধ দম্পতি ভ্রমণে বেরিয়েছেন, সেটি হল Royal Enfield Himalayan 411। এটি মূলত পাহাড়ি এবড়োখেবড়ো রাস্তার জন্যই তৈরি অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক। নতুন Himalayan 450 লঞ্চের আগেই এই মডেলটি পাওয়া যাচ্ছিল। এতে রয়েছে একটি 411cc-র এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা ২৪.৩ হর্সপাওয়ার এবং ৩২ এনএম টর্ক উৎপাদন করে। এর পাশাপাশি এতে রয়েছে একটি ফাইভ-স্পিড গিয়ারবক্স এবং এটি বন্ধুর পর্বত-পথের জন্যই তৈরি। এতে রয়েছে একটি ২১ ইঞ্চি ফ্রন্ট হুইল, একটি ১৭ ইঞ্চির রিয়ার হুইল এবং উভয় দিকেই রয়েছে ডিস্ক ব্রেক। এছাড়াও এই বাইকে রয়েছে একটি শক্তিশালী ফ্রেম এবং রিয়ার মনোশক সাসপেনশন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 13, 2025 3:07 PM IST