অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবার অংশগ্রহণ করেছে বাংলাদেশ নারী হকি দল। আসর থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না লাল-সবুজদের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে ফিরছে শারিকা রিমনের নেতৃত্বাধীন দলটি। হ্যাটট্রিক গোলে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার।
চীনের দাজহুতে রোববার কাজাখস্তানের মেয়েদের ৬-২ ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা। নবম মিনিটে পিছিয়ে পড়া বাংলাদেশকে ১২ মিনিটে সমতায় ফেরান আইরিন। পরের দুমিনিটে তার আরও দুই গোলে ৩-১এ এগিয়ে যায় বাংলাদেশ।
৩৫ মিনিটে চতুর্থ গোলটি করেন অধিনায়ক শারিকা। পরে কণা আক্তার ও রিয়াশা রিশির গোলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬-১। ৫৯ মিনিটে কাজাখস্তান আরও একটি গোল শোধ করলে ৬-২ ব্যবধানে শেষ হয় খেলা।
মেয়েদের মতো পদক জয়ের সুযোগ ছিল ছেলেদেরও। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২তে হেরে আসর থেকে ফিরছে তারা।
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে মেয়েদের বিভাগে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জাপান ও চীন। ছেলেদের বিভাগের জাপানের বিপক্ষে শিরোপামঞ্চে খেলবে পাকিস্তান।