প্রবাসজীবনের বাস্তবতা নিয়ে শিরোনামহীনের নতুন গান | চ্যানেল আই অনলাইন

প্রবাসজীবনের বাস্তবতা নিয়ে শিরোনামহীনের নতুন গান | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। সম্প্রতি ব্যান্ডটি প্রকাশ করেছে একটি আবেগঘন নতুন গান—‘কতোদূর’। এই গানটি উৎসর্গ করা হয়েছে বিশ্বের নানা প্রান্তে কর্মরত প্রবাসী শ্রমিকদের, যারা দিনরাত কষ্ট করে পরিবারকে সহযোগিতা করছেন এবং রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৃহস্পতিবার শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

ফেসবুকে গানটি শেয়ার করে শিরোনামহীন লিখেছে, “আমাদের নতুন গান ‘কতোদূর’ তাদের জন্য, যাদের জীবন বাড়ি থেকে বহু দূরে—আকাশে ভেসে থাকা এক খোলা ফানুস বা কাটা ঘুড়ির মতো। তারা পরিবার-পরিজনের জন্য প্রতিনিয়ত শ্রম দিচ্ছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিতে রাখছেন অমূল্য ভূমিকা। এই গান তাদের জন্য।”

গানটির কথা, সুর ও পরিচালনায় ছিলেন ব্যান্ডের প্রধান সদস্য জিয়াউর রহমান। বাংলাদেশ ও থাইল্যান্ডে চিত্রায়িত গানটির ভিডিওতে অভিনয় করেছেন কাজী তানিম শাহরিয়ার, তাসিফা তাসু, শেখ স্বপ্না, রেশ রহমান, তানজিব ফেরদৌস, শেখ মোহিবুল, শাহরিয়ার রোহান এবং আহসান রাবিব।

অন্য অনেক ব্যান্ডের ক্ষেত্রে নিয়মিত নতুন গান প্রকাশের প্রবণতা এখন অনেকটাই কমে গেছে। নতুন অ্যালবাম তো দূরের কথা, একক গান প্রকাশেও অনেকেই দীর্ঘ বিরতি নিচ্ছেন। তবে এই প্রেক্ষাপটে ব্যতিক্রম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে শিরোনামহীন।

সমসাময়িক ভাবনা, সমাজ-বাস্তবতা ও আবেগকে কেন্দ্র করে শ্রোতাদর্শকের চাহিদা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে তারা নিয়মিতই শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশ করে চলেছে। তারই ধারাবাহিকতায় এলো ‘কতদূর’- এমনটাই জানিয়েছেন ব্যান্ড সংশ্লিষ্টরা।

Scroll to Top