কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নয় বছর বয়সী শিশু ফারিয়া রহমান নিহার মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহটি ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চারফরাদী ইউনিয়নের দক্ষিণ চারটেকি বেড়িবাঁধ এলাকায় আকস্মিকভাবে নৌকাটি ডুবে যায়।
এই ঘটনায় ফারিয়ার বড় বোন কাশ্মীরা রহমান নীলা (১৭) ঘটনাস্থলেই মারা যান। নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমান ও নীপা আক্তারের মেয়ে। ফারিয়া কটিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং কাশ্মীরা ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ খালিদ বলেন, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই ডুবুরি দল পাঠানো হয়। শনিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার সম্ভব হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদে ভাঙন রোধে নির্মিত দক্ষিণ চারটেকির বেড়িবাঁধ এলাকাটি বর্তমানে স্থানীয় পর্যটনকেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। ঈদের ছুটিতে সেই স্থান দেখতে পরিবারসহ বেড়াতে গিয়েছিলেন ফারিয়ারা। ভ্রমণের একপর্যায়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।