নোভাক জোকোভিচের সামনে সুযোগ ছিল রজার ফেদেরারকে ছোঁয়ার আর মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ার। কিন্তু উইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় ৩৮ বর্ষী মহাতারকার। ক্যারিয়ারের এ বেলায় এসেও হাল ছাড়ছেন না তিনি। জানালেন, আসরে এটাই তার শেষ ম্যাচ নয়।
সেন্টার কোর্টে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পুরোটা সময় নিজের ছায়া হয়েই ছিলেন জোকোভিচ। এক ঘণ্টা ৫৫ মিনিটেই সরাসরি সেটে জয় তুলে নেন সিনার। ইতালিয়ান তারকার জয় ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে। দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জয়ী সিনার এবারই প্রথম উইম্বলডনের ফাইনালে উঠলেন।
২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে পুরুষ এককে সর্বোচ্চ মেজর জয়ের রেকর্ড আগে থেকেই জোকোভিচের। আর ছেলে ও মেয়ে মিলিয়ে রেকর্ডটা যৌথভাবে মার্গারেট কোর্ট ও জোকোভিচের। সেটাই নিজের করে নেয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন সার্ব মহাতারকা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জোকোভিচ বলেছেন, ‘আশা করি সেন্টার কোর্টে এটি আমার শেষ ম্যাচ নয়। আমি আজই উইম্বলডন ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা করছি না। তাই অন্তত আরও একবার ফিরে আসার পরিকল্পনা করছি, অবশ্যই সেন্টার কোর্টে খেলব।’
‘অনুশীলন এবং নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রে আমি যথাসাধ্য চেষ্টা করেছি যাতে গ্র্যান্ড স্ল্যামে আমার সেরাটা খেলতে পারি। এই বছর বা গত বছর আমি কোনও গ্র্যান্ড স্ল্যাম জিতিনি, তবুও গ্র্যান্ড স্ল্যামে আমার সেরা টেনিস খেলা চালিয়ে যাচ্ছি। আমার ক্যারিয়ারের এপর্যায়ে এই টুর্নামেন্টগুলোই আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’