Is EMI a wise choice: EMI-তে জিনিস কেনা কতটা সঠিক? ঋণের ফাঁদে আটকে যাচ্ছেন না তো ?

Is EMI a wise choice: EMI-তে জিনিস কেনা কতটা সঠিক? ঋণের ফাঁদে আটকে যাচ্ছেন না তো ?
EMI-তে জিনিস কেনা কতটা সঠিক -এখনকার দিনে অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে। আগের দিনে যে কাজটি করতে অনেক পরিশ্রম এবং সময় লাগত, আজকাল সেই কাজটি কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়। এই সুবিধাগুলির মধ্যে একটি হল ফিনান্স। আজকাল অর্থ সংক্রান্ত সবচেয়ে বড় কাজও ফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়, যেমন ঋণ নেওয়া। আজকাল মানুষ ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পছন্দ করেন। কেউ কেউ বাড়ি কিনতে হোম লোন নিচ্ছেন, আবার কেউ কেউ গাড়ি কিনতে কার লোন নিচ্ছে। শুধু তাই নয়, আজকাল মানুষ ফোন, এসি, কুলার, ফ্রিজ, বিমানের টিকিটও ইএমআই-তে নিচ্ছেন।Is EMI a wise choice: EMI-তে জিনিস কেনা কতটা সঠিক? ঋণের ফাঁদে আটকে যাচ্ছেন না তো ?

EMI-তে জিনিস কেনা কতটা সঠিক –
এখনকার দিনে অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে। আগের দিনে যে কাজটি করতে অনেক পরিশ্রম এবং সময় লাগত, আজকাল সেই কাজটি কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়। এই সুবিধাগুলির মধ্যে একটি হল ফিনান্স। আজকাল অর্থ সংক্রান্ত সবচেয়ে বড় কাজও ফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়, যেমন ঋণ নেওয়া। আজকাল মানুষ ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পছন্দ করেন। কেউ কেউ বাড়ি কিনতে হোম লোন নিচ্ছেন, আবার কেউ কেউ গাড়ি কিনতে কার লোন নিচ্ছে। শুধু তাই নয়, আজকাল মানুষ ফোন, এসি, কুলার, ফ্রিজ, বিমানের টিকিটও ইএমআই-তে নিচ্ছেন।

Scroll to Top