Last Updated:
Radhika Yadav Murder Case: হরিয়ানার প্রাক্তন টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে তাঁর বাবা গুলি করে খুন করেন টেনিস অ্যাকাডেমি বন্ধের জেদে। এই প্রসঙ্গে মুখ খুললেন রাধিকার মা, কী কী বললেন তিনি জানুন…

চণ্ডীগড়: হরিয়ানার প্রাক্তন টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের মর্মান্তিক হত্যাকাণ্ডে উঠে এল পারিবারিক জেদের এক ভয়ঙ্কর রূপ। তদন্তে উঠে এসেছে, রাধিকাকে তাঁর বাবা দীপক যাদবই গুলি করে হত্যা করেন। মেয়ের টেনিস অ্যাকাডেমি চালানো নিয়ে বাবা-মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল বিবাদ। সেই বিরোধ চরমে ওঠে এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটে ২৫ বছর বয়সী রাধিকার।
CNN-News18 সূত্রে জানা গেছে, পুলিশ ইতিমধ্যেই রাধিকার মা মঞ্জু যাদবের বিবৃতি রেকর্ড করেছে। মঞ্জু জানিয়েছেন, তাঁর স্বামী দীপক ছিলেন অত্যন্ত জেদি ও রাগী প্রকৃতির। এমনকি তিনি স্ত্রীকে তাঁর আত্মীয়দের সঙ্গে কথাও বলতে দিতেন না।
গ্রামের এক ব্যক্তির মন্তব্য— “তোমার মেয়ের উপার্জনে দিব্যি আরাম করে খাচ্ছো”— দীপককে চূড়ান্তভাবে অপমানিত করে এবং সেখান থেকেই তৈরি হয় হত্যার মনোভাব।
মা আরও জানিয়েছেন, ঘটনার আগের তিনদিন দীপক ক্রমাগত রাধিকাকে কোচিং বন্ধ করতে চাপ দিচ্ছিলেন। তিনি প্রকাশ্যেই বলেছিলেন, তিনি রাধিকাকে খুন করতে চান। এই সময় বাবা-মেয়ের মধ্যে একাধিকবার ঝগড়া হয়।
বৃহস্পতিবার গুরুগ্রামের সুশান্ত লোক এলাকার নিজস্ব বাড়িতে মেয়েকে গুলি করেন দীপক। এরপর নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। শুক্রবার আদালত তাঁকে একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। আদালত এই মামলাকে ‘গুরুতর’ বলে চিহ্নিত করেছে এবং জানিয়েছে, গভীর তদন্ত প্রয়োজন।
রাধিকাকে খুনের সময় তাঁর মা বাড়ির প্রথম তলায় ছিলেন বলে FIR-এ উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে প্রেমঘটিত বা ‘অনার কিলিং’ হিসাবে না দেখে, টেনিস কোচিং বন্ধ করা নিয়ে মতানৈক্যের ফল হিসাবেই দেখছে। সোশ্যাল মিডিয়ায় রাধিকার সক্রিয়তা বা রিল ভিডিও নিয়েও কোনও বিরোধ ছিল না বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনা দেশের ক্রীড়া মহলে নাড়া দিয়েছে। একজন প্রতিভাবান ক্রীড়াবিদ পারিবারিক মানসিকতার শিকার হয়ে অকালে জীবন হারালেন— এই সত্যিই দুঃখজনক।
Kolkata,West Bengal
July 12, 2025 1:08 AM IST