Earthquake In Delhi: দু’দিনে দু’বার… ফের ভূমিকম্প রাজধানীতে, ভর সন্ধ্যায় কেঁপে উঠল দিল্লি-সহ আশপাশের অঞ্চল

Earthquake In Delhi: দু’দিনে দু’বার… ফের ভূমিকম্প রাজধানীতে, ভর সন্ধ্যায় কেঁপে উঠল দিল্লি-সহ আশপাশের অঞ্চল

Last Updated:

ভূমিকম্প আঘাত হানে হরিয়ানার ঝাজ্জরে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। কম্পন প্রথম অনুভূত হয় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে, কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে।

Tremors Felt Again As Second Earthquake Jolts Delhi-NCR In Two DaysEarthquake In Delhi: দু’দিনে দু’বার… ফের ভূমিকম্প রাজধানীতে, ভর সন্ধ্যায় কেঁপে উঠল দিল্লি-সহ আশপাশের অঞ্চল
Tremors Felt Again As Second Earthquake Jolts Delhi-NCR In Two Days

দিল্লি: ফের ভূমিকম্প দিল্লিতে। দু’দিনের মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও আশপাশের শহরগুলি। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, শুক্রবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। সন্ধ্যা ৭টা বেজে ৪৯ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে।

বহস্পতিবারও ভূমিকম্পে কেঁপে দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। সে বারও কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে।

চলতি বছর ফেব্রুয়ারি মাসেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নয়াদিল্লি। ভোর ৫টা ৩৬ নাগাদ তীব্র ভূকম্পন অনুভূত হয় নয়াদিল্লি- সহ সংলগ্ন অঞ্চল ও উত্তর ভারতের বেশ কিছু এলাকায়।ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীর ছিল ভূ- কম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছিল আগরা, হরিয়ানা- সহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল।

আরও পড়ুন:কবে শেষ হবে শালিমার-সাঁতরাগাছি পরিকাঠামো নির্মাণের কাজ? 

এপ্রিল মাসে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে পর পর চার বার কেঁপে ওঠে এশিয়ার মাটি। কম্পন অনুভূত হল ভারতেও। এ ছাড়া, ভারত মহাসাগরের নীচে ৬.৬ মাত্রার জোরাল কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। মাটি থেকে ২৬ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। আফগানিস্তানে কম্পনের আঁচ এসে পড়ে ভারতেও। রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায় জোরালো কম্পন টের পাওয়া গিয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/

Earthquake In Delhi: দু’দিনে দু’বার… ফের ভূমিকম্প রাজধানীতে, ভর সন্ধ্যায় কেঁপে উঠল দিল্লি-সহ আশপাশের অঞ্চল

Scroll to Top