পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় এসে যাচ্ছেতাই অবস্থা বাংলাদেশের। টেস্ট সিরিজ ১-০তে হারের পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার পালা সবচেয়ে ছোট সংস্করণ টি-টুয়েন্টির। সেখানে ঘরের মাটিতে স্বাগতিক শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের আগে বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক ও ওপেনার লিটন দাস। সেখানে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা হোম কন্ডিশনে ভালো দল। বিশেষ করে তাদের বোলিংটা ভালো। একটু রহস্যময় (মিস্ট্রি) টাইপ বোলার আছে। এটা আলাদা একটা সংস্করণ। সবাই জানে টি-টোয়েন্টি কীভাবে খেলতে হয়। আমরা সেভাবেই চেষ্টা করব।’
পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বিষয়েও কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক। লিটন বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার অভাববোধ করছিল। যদিও বা আমরা চেষ্টা করছি সাকিবকে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে তৈরি করার এবং সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে।’
‘তাই আমার মনে হয় সাইফউদ্দিনও ঐ ধরণের খেলোয়াড়। যেহেতু টি-টোয়েন্টি সংস্করণে আপনার ব্যাটিং-বোলিং দুটোই লাগে। তাই আমার মনে হয় আমরা নির্বাচকদের প্যানেল থেকে বা আমরা দল থেকে চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেয়ার এবং দেখি যে সে কী করতে পারে।’
তবে টি-টুয়েন্টি সিরিজও কঠিন লড়াই হবে মনে করছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আশালাঙ্কা। তার ভাষায়, ‘বাংলাদেশ ভালো টি-টোয়েন্টি দল। তবে তারাও আমাদের মতোই অনভিজ্ঞ। আমি মনে করি না যে আমরা তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। সিরিজটা কঠিন হবে।’
বৃহস্পতিবার পাল্লেকেলের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।