মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ও মানবিক মর্যাদার আলোকে তৈরি হবে বাংলাদেশের ভবিষ্যৎ | চ্যানেল আই অনলাইন

মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ও মানবিক মর্যাদার আলোকে তৈরি হবে বাংলাদেশের ভবিষ্যৎ | চ্যানেল আই অনলাইন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার আলোকে। বলেছেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দেশের ভবিষ্যত বাস্তবায়িত হবে। পদযাত্রা কর্মসূচিতে মেহেরপুর ও চুয়াডাঙ্গায় পথসভায় নাহিদ ইসলাম বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব নিয়েছে তরুণ-যুবকরা। তাই তরুণ নেতৃত্বের সঙ্গে থাকতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

Scroll to Top