Last Updated:
Calcutta High Court: কলকাতা হাইকোর্টে রাজ্যের জিপি (গভর্নমেন্ট প্লিডার) বদল। নতুন জিপি হিসেবে শপথ নিলেন অমিতাব্রত রায়। আগে জিপি ছিলেন অনির্বাণ রায়।

কলকাতা: কলকাতা হাইকোর্টে রাজ্যের জিপি (গভর্নমেন্ট প্লিডার) বদল। নতুন জিপি হিসেবে শপথ নিলেন অমিতাব্রত রায়। আগে জিপি ছিলেন অনির্বাণ রায়। সার্ভিস সংক্রান্ত মামলায় পারদর্শী অমিতাব্রত রায়। শপথের পরই নজিরবিহীন ঘটনা হাইকোর্টে।
কলকাতা হাই কোর্টে বিভিন্ন পদের মধ্যে গুরুত্বপূর্ণ এই পদ। তবে নতুন জিপি (গভর্নমেন্ট প্লিডার) হিসেবে শপথ নিয়েই নিজের অফিসে টাঙালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি। ২০১১ সাল থেকে অনেক জিপি (গভর্নমেন্ট প্লিডার) নিযুক্ত হয়েছেন, কিন্তু কোনও জিপি (গভর্নমেন্ট প্লিডার) মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙাননি, কিন্তু অমিতাব্রত রায় মুখ্যমন্ত্রীর ছবি পাঠানোর পরেই প্রশ্ন ওঠে। কিন্তু সেই সব প্রশ্ন উড়িয়ে দিলেন নতুন গভর্নমেন্ট প্লিডার।
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে নতুন নতুন জিপি (গভর্নমেন্ট প্লিডার) বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমস্ত জীবনের সৎ আদর্শ এবং কর্মের প্রতীক হিসেবে এই ছবি আমার আগামী কর্মজীবনকে উদ্বুদ্ধ করবে। ওনার সততায় এবং ওনার কর্মদক্ষতায় বলিয়ান হয়ে, যাতে এই উক্ত পদের মর্যাদা বহন করতে পারি আগামী দিনে সেই আশা পোষণ করি।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 09, 2025 11:30 PM IST