রাজশাহীতে ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দিনাজপুর থেকে ৭ জন গ্রেপ্তার

রাজশাহীতে ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দিনাজপুর থেকে ৭ জন গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে এক ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোদাগাড়ীর দেলশাদপুর গ্রামের মৃত আবদুস সামাদের তিন ছেলে আশরাফুল ইসলাম (৬০), মফিজুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (৩৭), আশরাফুল ইসলামের দুই ছেলে আকবর আলী (২৮), বাবর আলী (১৯) এবং মফিজুল ইসলামের দুই ছেলে মো. হানিফ (২৯) ও রমজান আলী (২০)।

আজ বুধবার সকালে রাজশাহী র‍্যাব-৫–এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Scroll to Top