যুক্তরাজ্য সফরে গাজা ও ইউক্রেন ইস্যুতে সমর্থন চাইলেন ম্যাক্রোঁ | চ্যানেল আই অনলাইন

যুক্তরাজ্য সফরে গাজা ও ইউক্রেন ইস্যুতে সমর্থন চাইলেন ম্যাক্রোঁ | চ্যানেল আই অনলাইন

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের  রাষ্ট্রপ্রধান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেছেন। তিনদিনের এই সফরের সূচনাতেই তিনি গাজা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সরকারের কাছে সমর্থন চেয়েছেন।

আজ (৯ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টের ভাষণে ইউরোপের ভবিষ্যৎ গঠনে যৌথ উদ্যোগের আহ্বান জানিয়ে ম্যাক্রোঁ বলেন, বিশ্বকে আবার দেখাতে হবে যুক্তরাজ্য ও ফ্রান্স একত্রে পরিবর্তন আনতে পারে। আমাদের সময়ের চ্যালেঞ্জগুলো একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করতে হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানান এবং বলেন, গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর প্রতিদিনই পশ্চিম তীরে হামলার ঘটনা ঘটছে। এই অবস্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা চরম হুমকির মুখে। তাই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিই হলো একমাত্র টেকসই শান্তির পথ।

এই সফরে ম্যাক্রোঁ ও তার স্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানায় ব্রিটিশ রাজপরিবার। প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনের সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে তারা পৌঁছান উইন্ডসর ক্যাসেলে, যেখানে আয়োজিত হয় রাজকীয় নৈশভোজ।

Scroll to Top