মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং দেশটির তালেবান সরকারের প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
মঙ্গলবার (৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার এক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জানায়, অভিযুক্তরা নারীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে তাদের সন্দেহ।
আদালতের বিবৃতিতে বলা হয়, তালেবান পুরো জনসংখ্যার ওপর কিছু নিয়ম ও নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে তারা নির্দিষ্টভাবে নারীদের মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে।
আইসিসির বিচারকরা বলেন, তালেবান সরকার নারীদের শিক্ষা, গোপনীয়তা, পারিবারিক জীবন, চলাফেরা, মতপ্রকাশ, চিন্তা, বিবেক ও ধর্মীয় স্বাধীনতা থেকে গুরুত্বরভাবে বঞ্চিত করে রেখেছে।
তবে তালেবান সরকার এই গ্রেপ্তারি পরোয়ানায় অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন এবং তারা আইসিসির কর্তৃত্ব স্বীকার করে না বলে জানায়। এছাড়াও তালেবান আইসিসির বিরুদ্ধে অভিযোগ করে বলে ইসরাইলের কারনে গাজায় প্রতিদিন শত শত নারী ও শিশু নিহত হওয়া বন্ধ করতে ব্যর্থ হয়েছে এই আদালত।
২০২২ সালের শেষ দিকে তুরস্ক, সৌদি আরব ও কাতারসহ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তালেবানকে নিন্দা জানায়।