ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট এবং তিনি মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা বিবেচনা করছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রীসভার এক বৈঠকে বলেন, পুতিন আমাদেরকে নিয়ে অনেক বাজেভাবে সমালোচনা করেন, তবে তিনি সবসময় যে ভদ্রতা দেখান, সেটা শেষ পর্যন্ত কোনো অর্থ বহন করে না।
ট্রাম্প আরও বলেন, পুতিন অনেক মানুষকে হত্যা করছেন এবং তাদের মধ্যে অনেকে রুশ সেনা ও ইউক্রেনের সৈন্য রয়েছে।
সিনেটে প্রস্তাবিত রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি এটা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছি। তবে, পুতিনের ওপর তার ক্ষোভের প্রতিক্রিয়ায় তিনি কী পদক্ষেপ নিতে পারেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি তো আপনাদের বলব না। আমাদের কি একটু চমক রাখা উচিত না?
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রিটিশ পার্লামেন্টে এক ভাষণে বলেন, ইউরোপ কখনোই ইউক্রেনকে ত্যাগ করবে না। যুক্তরাজ্য ও ফ্রান্স “ইচ্ছুকদের একটি জোট” নিয়ে ইউক্রেনকে সমর্থন দেবে।
তিনি আরও বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করব একটি যুদ্ধবিরতির জন্য, শান্তি আলোচনার শুরু করার জন্য, যাতে একটি শক্তিশালী ও টেকসই শান্তি গড়ে তোলা যায়।