শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার | চ্যানেল আই অনলাইন

শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটি তাই পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। শেষ ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন কুশল মেন্ডিস। 

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রান তোলে চারিথ আশালাঙ্কার দল। জবাবে নেমে ১৮৬ রানে থেমেছে মেহেদী হাসান মিরাজের দল। শ্রীলঙ্কা ৯৯ রানে ম্যাচের জয়ের সাথে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে।

রানতাড়ায় নেমে শুরুতে বিদায় নেন তানজিদ তামিম। তিনে নামা নাজমুল হোসেন শান্ত কোনো রান করার আগেই ফেরেন। এরপর তাওহিদ হৃদয় ও পারভেজ ইমন তৃতীয় উইকেট জুটিতে ৪২ রান করেন। এরপর ইমন ২৮ রানে সাজঘরের পথ ধরেন।

ইমনের বিদায়ের পর চতুর্থ উইকেট জুটিতে মিরাজ ও হৃদয় ৪৩ রানের আরেকটি জুটি গড়ার পর মিরাজ ২৮ রানে ফেরেন। হৃদয় ও শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিককে নিয়ে ছোট দুটি জুটি গড়লেও কাজ হয়নি। হৃদয় ৫১ রান করেন ৭৮ বলে, জাকের ২৭ রান করেন ৩৫ বলে।

শ্রীলঙ্কার দুই পেসার আসিথা ফের্নান্দো ও দুশমন্থ চামিরা ৩টি করে উইকেট নেন। দুনিথ ওয়েল্লাগে ও ভানিডু হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে উদ্বোধনী জুটিতে ভালো রান পাননি শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও নিশান মাদুশকা। ১ রানে মাদুশকার বিদায়ের পর ৩৫ রান করে বিদায় নেন নিশাঙ্কা। তিনে মেন্ডিস ও নিশাঙ্কা ৫৬ রানের জুটি গড়েন। এরপর মেন্ডিস ও কামিন্দু ৩১ রানের আরেকটি জুটি গড়েন। কামিন্দুর বিদায়ের পর চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক চারিথ আশালাঙ্কার সাথে ১২৪ রানের জুটি গড়েন মেন্ডিস। জুটির পথে সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস।

একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেয়া মেন্ডিসকে ফেরান স্পিন-অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী। টাইগার স্পিনারের বলে পুল করতে চেয়েছিলেন তিনি, বল উপরে উঠে যায়। শামীম ছুটে গিয়ে নিজেই তালুবন্দি করেন। ১৮ চারে ১১৪ বলে ১২৪ রান করে যান মেন্ডিস। শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন আশালাঙ্কা। ৬৮ বল খেলা আশালাঙ্কার ইনিংসে ছিল ৯ চারের মার। ওপেনার পাথুম নিশাঙ্কা ৩৫ রান করেন।

বাংলাদেশের সবচেয়ে সফল তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারী।

Scroll to Top