মেন্ডিসের সেঞ্চুরি, সিরিজ জিততে বাংলাদেশের চাই ২৮৬ | চ্যানেল আই অনলাইন

মেন্ডিসের সেঞ্চুরি, সিরিজ জিততে বাংলাদেশের চাই ২৮৬ | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজদের ২৮৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নিয়েছেন স্বাগতিক উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস।

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে তারা। উদ্বোধনী জুটিতে ভালো রান পাননি পাথুম নিশাঙ্কা ও নিশান মাদুশকা।

১ রানে মাদুশকার বিদায়ের পর ৩৫ রান করে বিদায় নেন নিশাঙ্কা। তিনে মেন্ডিস ও নিশাঙ্কা ৫৬ রানের জুটি গড়েন। এরপর মেন্ডিস ও কামিন্দু ৩১ রানের আরেকটি জুটি গড়েন। কামিন্দুর বিদায়ের পর চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক চারিথ আশালাঙ্কার সাথে ১২৪ রানের জুটি গড়েন মেন্ডিস। জুটির পথে সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস।

একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। তাকে ফেরান স্পিন-অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী। টাইগার স্পিনারের বলে পুল করতে চেয়েছিলেন তিনি, বল উপরে উঠে যায়। শামীম ছুটে গিয়ে নিজেই তালুবন্দি করেন। ১৮ চারে ১১৪ বলে ১২৪ রান করে যান মেন্ডিস।

শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান আশালাঙ্কা। ৬৮ বল খেলা আশালাঙ্কার ইনিংসে ৯ চারের মার। ওপেনার পাথুম নিশাঙ্কা ৩৫ রান করেন।

বাংলাদেশের সবচেয়ে সফল তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারী।

Scroll to Top